মামলাদেশের মামলার বিভিন্ন রেট : সম্পর্কে বলেছেন, ড. তুহিন মালিক....
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ২১ নভেম্বর, ২০১৫, ০৫:১০:৫৮ বিকাল
আমার দুই দশকেরও বেশি দীর্ঘ আইন পেশায় এরকম বহু মামলায় দেখেছি শুধুমাত্র মানুষের পকেটের টাকা নিজের পকেটে ভরার লোভে কিভাবে পুলিশ নিরীহ মানুষকে জেলে ঢুকাচ্ছে। বছর দশেক আগে এক মামলায় একজন মালয়েশিয়া প্রবাসী দীর্ঘ নয় বছর পর ঈদের ছুটিতে মাত্র পনের দিনের জন্য দেশে এসে হত্যা মামলার আসামি হয়ে যায়। কিন্তু ঘটনার আসল মোটিভ ছিল ওই প্রবাসীর নয় বছরের প্রবাস জীবনের রোজগারের টাকাগুলোকে হাতিয়ে নেয়া। এভাবে হাজার হাজার মামলায় গুটিকয়েক প্রকৃত অপরাধী ছাড়া গণ- গ্রেপ্তারের সিংহভাগই হচ্ছে দেশের সাধারণ নিরপরাধ মানুষ। গণগ্রেপ্তারের রয়েছে বিশাল অর্থনৈতিক প্রবৃদ্ধি! এই অর্থনীতির গতি-প্রকৃতি আবার বিবিধ রেটের সঙ্গে ওঠানামা করে।
-অজ্ঞাত আসামি না হতে চাইলে এক রেট।
-নাশকতার মামলা থেকে ছাড়া পেতে আরেক রেট।
-ভয় দেখিয়ে মামলা থেকে মুক্তি পেতে চাইলে একরকমের রেট।
-থানা থেকে মুক্তি পেতে লাগে অন্য রেট।
-কোর্ট থেকে মুক্তি পেতে আরেক রেট।
-বেইলবন্ড তৈরি করতে আর জামিননামা তাড়াতাড়ি পৌঁছাতে তদবির নামক রেট।
-জেল গেটে দেখা করতে ভিন্ন রেট।
-রিমান্ড কাটাতে এক ধরনের রেট।
-আবার রিমান্ডে ভালো আচরণের নিশ্চয়তায় আরেক রেট।
-বিস্ফোরক বা অস্ত্র উদ্ধার থেকে বাঁচতে চাইলে স্পেশাল রেট।
-হাতে ইসলামী বইকে ‘জেহাদি বই’ বলে ধরিয়ে দিয়ে মিডিয়ার সামনে হাজির করা থেকে বাঁচতে চাইলে হাদিয়ার রেট।
-বিদেশী হত্যা বা তাজিয়া মিছিলে বোমা মামলা থেকে বাঁচার জন্য রয়েছে ভিআইপি রেট (রাজনৈতিক অনুমতি সাপেক্ষে)।
-জেলের ভেতর ভালো থাকতে বিশেষ রেট।
-ভালো খেতে আলাদা রেট।
-বেশি রেটে জেলের হাসপাতালে থাকারও সুবন্দোবস্ত রয়েছে।
-তবে ডাক্তারি সার্টিফিকেট তৈরি করার রেটের পরিমাণ খুব একটা বেশি নয়।
-মামলাকে হালকা করার জন্য রয়েছে এক ধরনের রেট।
-চার্জশিটে নাম বাদ দেয়ার জন্য আছে বড় ধরনের রেট।
-প্রতিপক্ষকে ফাঁসাতে চাইলে বিশাল রেট।
-ক্রসফায়ার থেকে বাঁচতে চাইলে সর্বোচ্চ রেট।
এ যেন এক মহা-বাণিজ্য, সুবিশাল অর্থনীতি! নিরীহ মানুষের রক্ত শোষণের অদ্ভুত এক গণগ্রেপ্তার সংস্কৃতি। আর বড় বিচিত্র এই ‘আটক অর্থনীতি’!
বিস্তারিত দেখুন.. ..
http://www.dailynayadiganta.com/detail/news/70879
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রেট রেট রেট রেট রেট রেট. এত ইদুর জাগায় জাগায় বসে আছে?????????
এ যেন এক মহা-বাণিজ্য, সুবিশাল অর্থনীতি! নিরীহ মানুষের রক্ত শোষণের অদ্ভুত এক গণগ্রেপ্তার সংস্কৃতি। আর বড় বিচিত্র এই ‘আটক অর্থনীতি’!
মন্তব্য করতে লগইন করুন