বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের “সোনার তরী” কবিতা অবলম্বনে (প্যারডি).. .. ঠাঁই নাই, ঠাঁই নাই কারাগার

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ১৭ নভেম্বর, ২০১৫, ০৪:৩৮:৩৪ বিকাল



ঠাঁই নাই, ঠাঁই নাই কারাগার

রাস্তায় পুলিশ, মাঠে পুলিশ, পুলিশ সবখানে

ভয় তো আছে অপরাধী, নিরাপরাধী সর্বজনে

গ্রেফতার বাণিজ্য চলছে

খুনীরা অবাধে ঘুরছে,

দিনদুপুরে দেদারসে

রিমান্ড মানে-

ডান্ডার পিটা যে-ই খেয়েছে সে-ই জানে।।



ছোট্ট এই দেশখানি যেন, পুলিশী রাষ্ট্র

মামলার ভয় দেখায়, মানে না শাস্ত্র

দু’পক্ষ লাগে যখন

পুলিশ নেই তখন,

হয়ে যায় নির্জন

জনতা নিরস্ত্র-

টিয়ার গ্যাস, পিপার স্প্রে নিয়ে ভারী অস্ত্র।



মিয়ার বাপের ছেলেটি হয়েছে খুন

নিতে চায় না মামলা, না দিলে নুন

দেবে শক্ত ধারা

বাদী দিশেহারা,

হয় পাগল পারা

চায় আইনের শাসন-

পুলিশ নেয় তখন সুযোগের পূর্ণ নিয়ন্ত্রণ।



ঠাঁই নাই, ঠাঁই নাই দেশের কারাগার

কয়েকদিনে গ্রেফতার হাজার হাজার।


সর্বত্রই যেন ত্রাস

মাসের পর মাস,

ভয়ে বসবাস

হও হুশিয়ার-

বিশেষ অভিযান, গ্রেফতারে করে না বাছবিচার।

=====

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350056
১৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রাশি রাশি ভারা ভারা, গলা কাটা হলো সারা!
কাটিতে কাটিতে গলা এল বরষা!!
জিবনের নাহি আর ভরসা!!!
১৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৮
290500
বার্তা কেন্দ্র লিখেছেন : খুবই সুন্দর বলেছেন দাদা,
পূর্ব আকাশ একদম সাদা।
ধন্যবাদ..
350058
১৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:০০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
ঠাঁই নাই, ঠাঁই নাই দেশের কারাগার
কয়েকদিনে গ্রেফতার হাজার হাজার।

- অনেক ধন্যবাদ
350066
১৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:১৭
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : গ্রেফতার বাণিজ্য করেও বর্তমান সরকার বাঁচতে পারবেনা।
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
290648
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ আপনাকে
350076
১৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সব জুলুম-অবিচারের বিচার ইনশাআল্লাহ বাংলার জমিনে একদিন হবেই হবে। সুন্দর কবিতাটির জন্য আপনাকে ধন্যবাদ।
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
290649
বার্তা কেন্দ্র লিখেছেন : তখন তো এইসব নেতারা থাকবেনা? ধন্যবাদ..
350143
১৮ নভেম্বর ২০১৫ সকাল ০৯:২৪
হতভাগা লিখেছেন : বিদেশীদের কাছে ভাল সাজার ফন্দি ।

গত দুই দিন নেদারল্যান্ডের রানীকে সমাদর করতে গিয়ে ঢাকাবাসীকে জ্যামে নাকাল করা হয়েছে ।
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
290650
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ বস..Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File