হাজীদের টিকা নিয়ে বাণিজ্য : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ??

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ০৫ আগস্ট, ২০১৫, ০৬:৪৯:৫২ সন্ধ্যা



সরকার ঘোষিত তারিখ অনুয়ায়ী (৫ই আগষ্ট) আজ থেকে বেসরকারী হাজীদের টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কতৃর্পক্ষ এখনও শুরু করতে পারে নি।

অবশ্য আগামীকাল থেকে শুরু হবে। বলছিলাম যথাসময়ে শুরু করতে পারেন নানাবিধ বাণিজ্য করে ফায়দা লুটার জন্য। অন্যান্য বৎসর সকল হজ্জ এজেন্সীর টিকা দেয়ার তালিকা এদিনে টাঙিয়ে দিত। আজ আগষ্ট মাত্র

২৭টি হজ্জ এজেন্সীকে তারিখ দিয়েছে।
বাকীদের পর্যায়ক্রমে দেবে বলে জানিয়েছেন। অন্যান্য বছর একসাথে একদিনেই তালিকা প্রদান করা হত।কর্তৃপক্ষের লোক জনাব আবদুর রহমানকে এজন্য সবাই দায়ী করছেন। এর পেছনে রয়েছে বাণিজ্যের ব্যাপার। অনৈতিক লেনদেন করে বড় বড় কাফেলা থেকে টাকা নিয়ে আগে তারিখ দেয়া হয়েছে বলে চট্টগ্রামের এক ভুক্তভোগী বন্ধু জানিয়েছেন।



এবার হজ্জ নিয়ে শুরু থেকেই বিভিন্ন অনিয়ম হচ্ছে তা হাজীদের টিকার ক্ষেত্রে ঘটেছে। অথচ এ টিকা সরকারের কোন অনুদান নয়, বরং হাজীদের টাকা দিয়েই সরকার তা দিচ্ছে। জনাব আবদুর রহমান মোবাইল নং (০১৮২৭-৪৯৮৩২০) বাকীদের তালিকা কখন দেবে তা জানাচ্ছে না। ভুক্তভোগী এজেন্সীগুলো তার বাণিজ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ফলে এজন্য সরকারের সমালোচনা করছেন হাজীগণ এবং এজেন্টগুলো।

এ ব্যাপারে যদি কেউ জনাব আব্দুর রহমানের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করতে চান নং উপরে দেয়া হল। টিকার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে হাজী গণ। খবরটি শেয়ার করুন এবং কর্তৃপক্ষের যাতে হুশ ফিরে আসে। আবদুর রহমানকে অনিয়মের ব্যাপারে সতর্ক করার ব্লগার ভাইদের কাছে অনুরোধ রইলো।

=====

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333912
০৫ আগস্ট ২০১৫ রাত ০৮:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এবছর হাজীদের নিয়ে পদে পদে সমস্যা তৈরি হচ্ছে।এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি..
০৫ আগস্ট ২০১৫ রাত ০৮:০৬
276018
বার্তা কেন্দ্র লিখেছেন : অনৈক ধন্যবাদ আপনাকে..
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৮:১০
276122
অপি বাইদান লিখেছেন : নাউজুবিল্লা!! বেপর্দা মাইয়ার হাতে টিকা নিয়ে হজ্জে গমন??
333929
০৫ আগস্ট ২০১৫ রাত ০৯:০১
হতভাগা লিখেছেন : সহজ কাজগুলোকে কিভাবে জটিল করে সাধারণ মানুষকে কতভাবে পেইন দেওয়া যায় যায় সেই চিন্তা কিল বিল করে এদের মাথায় সারাদিন।
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৮:১৬
276124
অপি বাইদান লিখেছেন : আল্লার ঘরে যেতে টিকা নেয়ার দরকার কি, আল্লা আছেন্না। নাকি সংক্রামক জিবানুর কাছে আল্লা নিজেই চুপসে গেছেন?????????
০৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩১
276184
বার্তা কেন্দ্র লিখেছেন : বার্তা কেন্দ্র লিখেছেন : এটা টিকা ন তোর মত শয়তানির হাত থেকে রক্ষা পাওয়ার টিকা!@ কপি শয়তান?
০৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪২
276194
হতভাগা লিখেছেন : আপনার সারা পোস্টে দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে ।
এটাকে দূর করে স্প্রে করে দিন


০৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৯
276209
বার্তা কেন্দ্র লিখেছেন : স্প্রে দিলে হবে না!ন্যাংটা কইরা পিঠাইতে হবে শয়তানকে..
333941
০৫ আগস্ট ২০১৫ রাত ০৯:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টেলিফোনে বলে কিছু কি হবে??
এদের তো আল্লাহর ভয়ই নাই। যে হজ্জযাত্রি দের সাথে প্রতারনা করতে পারে সে কতবড় যালিম! শুধু টিকা কেন পুলিশ ভেরিফিকেশন এর নামে যে অর্থ আদায় চলছে সেটা সম্পর্কেও লিখা উচিত।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৭
276176
বার্তা কেন্দ্র লিখেছেন : হবে, একটু ভড়কে যাবে, যদি সাংবাদিক পরিচয়ে ফোন করা যায়..পুলিশ ভেরিফিকেশনের ব্যাপারে ও একই কথা..Good Luck Good Luck
333966
০৫ আগস্ট ২০১৫ রাত ১০:৩৮
আবু জান্নাত লিখেছেন : সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৭
276177
বার্তা কেন্দ্র লিখেছেন : Good Luck Good Luck Good Luck
333980
০৬ আগস্ট ২০১৫ রাত ০১:৪৯
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : হাজিদের নিয়ে তালবাহানার হাতে নাতে ফল পেয়েছিলেন বি এন পি'র মন্ত্রী মীর নাছির সাহেব। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না।
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৮:১৬
276123
অপি বাইদান লিখেছেন : আল্লার ঘরে যেতে টিকা নেয়ার দরকার কি, আল্লা আছেন্না। নাকি সংক্রামক জিবানুর কাছে আল্লা নিজেই চুপসে গেছেন?????????
০৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৭
276178
বার্তা কেন্দ্র লিখেছেন : সঠিকই বলেছেন জনাব..ধন্যবাদ..
০৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৯
276180
বার্তা কেন্দ্র লিখেছেন : এটা টিকা ন তোর মত শয়তানির হাত থেকে রক্ষা পাওয়ার টিকা!@ কপি শয়তান?
334019
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৮:১০
অপি বাইদান লিখেছেন : নাউজুবিল্লা!! বেপর্দা মাইয়ার হাতে টিকা নিয়ে হজ্জে গমন??
০৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৮
276179
বার্তা কেন্দ্র লিখেছেন : এটা টিকা না তোর মত শয়তানির হাত থেকে রক্ষা পাওয়ার টিকা!
335844
১৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৪২
নারী লিখেছেন : কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
১৫ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫২
277864
বার্তা কেন্দ্র লিখেছেন : অনেক ধন্যবাদ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File