বিবিধ-২ : ইসলামের নাম-লেবেলযুক্ত কতিপয় আগাছা

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ০২ জুন, ২০১৫, ০৬:৩৮:৩২ সন্ধ্যা



ইসলামের নাম-লেবেলযুক্ত কতিপয় আগাছা, যেমন :

-পীর-ফকির-দরবার-মাজার

-মাজার কেন্দ্রিক ওরস, মদ-জুয়া-গাজার আসর

-খাজা বাবা, বড়পীরের নামে ওরস, মাইক ঢোল বাজিয়ে চাঁদাবাজি

-ধর্মে নতুন রসম আমদানী (আবিষ্কার) বা বিদআত করাকে আসল ইসলাম বলা

-কবরপূজা, ন্যাংটা মানুষ দেখলে বড় বুজুর্গ মনে করা

-শবে বরাত, শবে মেরাজ, ঈদে মিলাদুন্নবী নামের নতুন নতুন ঈদের আবিষ্কার

-যততত্র বিভিন্ন প্রকারের দানবাক্স বসিয়ে ব্যবসা করা

-মুশরিকদের সাদৃশ্যমূলক উপাসনা করা (জশনে জুলুস, তাযিয়া মিছিল ইত্যাদি)

-ইহুদী, মুশরিক, নাসারাদের বন্ধু মনে করেতাদের সাথে দহরম মহরম এবং হক পন্থীদের দমন করা।

-শিরক-বিদআতযুক্ত মারফতি গান

-মাঝে মাঝে ফতোয়া দিয়ে মাঠ গরম ও ফায়দা হাসিল করা

আসুন শিরক নামে ধর্মীয় ক্যান্সার এবং বিদআত নামের এইডস থেকে নিজে বাঁিচ এবং অপরকে সঠিক ইসলাম জানার ব্যাপারে সহযোগিতা করি।

======

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324176
০২ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ডিগ্রী অফ কমপারিজন
পজিটিভ-ভন্ড
কমপারিটিভ-ভন্ডামী
সুপারলেটিভ-ভান্ডারী
-অনেক ভাল লাগল।

০৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২১
266086
বার্তা কেন্দ্র লিখেছেন : কড়া প্রতিবাদ! স্যালুট..
324199
০২ জুন ২০১৫ রাত ০৮:৫৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসলে ব্লগে, ফেসবুকে এসবের প্রতিবাদ করা অনেক সহজ বাহবাও পাওয়া যাবে অনেক কারণ যারা মন্তব্য করবে তারা ব্যাপারগুলো বোঝে কিন্তু যারা না বুঝা মানুষগুলোকে দিয়ে এসব করাচ্ছে সেসব মানুষের কাছে সঠিক জ্ঞানটি পৌছে দেয়ার দায়িত্ব আমাদের কিন্তু আমরা সেটা পালন করছিনা সমস্যা এটাই। দাওয়াহ দেয়ার পথ বের করুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন।
০৩ জুন ২০১৫ সকাল ০৬:৩৬
265950
এ,এস,ওসমান লিখেছেন : ভাই লাভ নায়। এদেরকে দাওয়াত দিবেন তো দেখবেন এরাই আপনার ঈমান নিয়ে প্রশ্ন তুলবে।
তবে আমাদের হেকমতের সাথে দাওয়াত দিতে হবে।
০৩ জুন ২০১৫ দুপুর ০১:৪১
266034
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি আপনাকে বলিনি যে, আপনি গুরুদের দাওয়াত দেন তাতে লাভ হবার কথাও না কারণ গুরুরা তো জানেই যে তারা ভন্ড কিন্তু এটাই তাদের বিজনেস। ইসলামের লেবাস, মুখে দাড়ি নিয়ে অতঃপর সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের পকেট থেকে টাকা বের করা যারা ইসলামের ব্যাপারে কিছুই জানেননা। আপনি এই না জানা লোক গুলিকে দাওয়াত দেন গুরুদের তো দিতে বলিনি। আর এই ব্যাপারে আমার কাজ করার অভিজ্ঞতা আছে তাই একদম লাভ নেই কথাটা সঠিক না। বিজনেস করতে গেলে যদি লস হয়? সব কিছু হারাই? এই লোকসানের ভয় করলে তো আপনি বিজনেসই করতে পারবেননা।
০৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
266087
বার্তা কেন্দ্র লিখেছেন : আপনার সুচিন্তিত পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ।
324290
০৩ জুন ২০১৫ সকাল ০৬:৩৮
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
তবে আমাদের আসে পাশে সহজেই যারা এসব কাজে জড়িত হয়ে যাচ্ছে তাদেরকে এসব কাজ হতে বিরত রাখার চেষ্টা করলে বেদাত মানুষের লোক সংখ্যা কমবে।
০৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
266090
বার্তা কেন্দ্র লিখেছেন : অশিক্ষাই এর অন্যতম কারণ, ধন্যবাদ আপনাকে।
324349
০৩ জুন ২০১৫ দুপুর ০২:১২
ছালসাবিল লিখেছেন : Smug রাইট। এই ব্লগে একজন আছে। ফখরুল নামে।
০৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
266091
বার্তা কেন্দ্র লিখেছেন : এখ ফখর দেশকে ধ্বংস করেছে, মঈন ইউর সাথে মিলে। এখন অন্য ফখর? আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File