প্রধান মন্ত্রী শেখ হাসিনা বনাম হিটলার এবং স্বৈরাচারদের মধ্যে মিল অমিল ।
লিখেছেন লিখেছেন মাহাবুব আলম বিডি ০২ অক্টোবর, ২০১৫, ০৭:২৯:২১ সকাল
দুনিয়ার অধিক অংশ স্বৈরাচার এর যে ৫ টি হাতিয়ার ব্যাবহার করে ক্ষমতায় টিকে থাকে ১ পধলেহি পুলিশ বাহিনী । ২ দলীয় সন্ত্রাসী বাহিনী । ৩ আজ্ঞাবহ আইন আদালত । ৪ টাকায় কেনা একচ্ছত্র নিউজ মিডিয়া । ৫ দালাল বুদ্দিজীবী । আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার অন্য সব কুলাঙ্গার স্বৈরাচারদের মতো ৫ টির পরিবর্তে ৬ টি হাতিয়ার কে ব্যাবহার করে ক্ষমতায় টিকে থাকার প্রান পন চেষ্টা করছে ।আমরা যদি বর্তমান পৃথিবীর সবচাইতে কুলাঙ্গার হিটলারের শাসনের দিকে তাকাই তাহলে দেখা যাবে হিটলারের মূল হাতিয়ার ৫ টি ছিল না। তর্কে না জড়ানোর খাতিরে আমি ৪ টি হাতিয়ার ছিল ধরে নিলাম । একটি বিষয়ে অনেকেই একমত হবেন হিটলারের কোন দলীয় সন্ত্রাসী বাহিনী ছিল না। পার্থক্য = আমাদের প্রধান মন্ত্রীর একটি সক্রিয় দলীয় সন্ত্রাসী জঙ্গি বাহিনী আছে । তাহলে দেখা যায় হিটলারের ছাইতে আমাদের প্রধান মন্ত্রী এক ধাপ এগিয়ে আছেন। এবং হিটলার দুনিয়ার অন্য সব স্বৈরাচারের ছাইতে কম মিথ্যা কথা বলতেন । আমাদের প্রধান মন্ত্রী মিথ্যা বলার ক্ষেত্রে হিটলার কে পিছনে ফেলে কয়েক ধাপ এগিয়ে আছেন। হিটলারের শাসন আমলে সকল সমস্যার মূল হোতা ইহুদীদের বলে চালিয়ে দেয়ার যোর চেষ্টা চালানো হতো । এই বিষয়ে হিটলারের সাথে আমাদের প্রধান মন্ত্রীর খুব ভাল একটা মিল আছে । দেশে যা কিছু হোক না কেন সব দোষ জামাতের উপর আর বিরোধী দলের উপর চালিয়ে দেয়ার যোর চেষ্টা চালিয়ে যান । হিটলার যেমন ইহুদী্দের উপর দমন নিপীড়ন শত্রু মনে করে নির্যাতন করতো আমাদের প্রধান মন্ত্রীও বাংলাদেশের মুসলমানদের তার শত্রু মনে করেন নির্যাতন করে হত্যা করেন । কিছু স্বৈরাচার আছে যারা সম্রাজ্জবাদী বিশ্ব মোড়লদের আজ্ঞাবহ গোলাম হয়ে জান আজীবন ক্ষমতায় থাকার জন্য । যেমন , সাদ্দাম হোসেন , জামাল আব্দুর নাসের , মোবারাক , আজ্ঞাবহ দাশ ছিল । কিন্তু হিটলার ক্ষমতায় টিকে থাকার জন্য কারো আজ্ঞাবহ দাস হন নাই ।কিন্তু আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের আজ্ঞাবহ দাস হয়ে আছেন । যা হিটলারের মধ্যে এই দাসত্ব ছিল না।লেখা সংক্ষিপ্ত করার জন্য আমরা পরিচিত কয়েক জনস্বৈরাচারের কথছিত উল্লেখ করতে চাই।। আমাদের প্রধান মন্ত্রীর কয়েকটি সুন্দর মিল আছে মিশরের হোসণি মোবারাকের সাথে । মোবারাক আমেরিকার আজ্ঞাবহ দালাল হিসাবে পরিচিত , আর আমাদের প্রধান মন্ত্রী ভারতের দালাল হিসাবে সমান ভাবে পরিচিত । মোবারাক এবং গামাল আব্দুর নাসের এরা মুসলিম পন্থীদের উপর নানা কৌশলে দমন নিপীড়ন করতো শেষ পর্যন্ত তার কাছে মাথা নত না করলে গুম না হয় হত্যা করতেন । এবং এই কুখ্যাত দুই জনেই কৌশলে মিথ্যা সাক্ষী আদালতে হাজির করে অনেক ইসলাম পন্থীদের বিচার বিভাগীয় হত্যা কাণ্ড সংগঠিত করেছে । মোবারাক আজ্ঞাবহ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এবং দালাল মিডিয়ার উপর ভর করে ক্ষমতায় টিকে ছিলেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনা মিশরের মোবারাকে পিছনে ফেলে কয়েক ধাপ এগিয়ে আছে । মোবারাকের কোন দলীয় সন্ত্রাসী বাহিনী ছিল না । কুখ্যাত এই মোবারাকের শাসন আমলে মুসলিম ব্রাদারহুড দিনের পর দিন তাহারির স্কয়ার বশে আন্দোলন করেছে কিন্তু মোবারাক কতজনকে হত্যা করেছে। আমাদের প্রধান মন্ত্রী শাপলা চত্বরে কতজন কে হত্যা করেছে । এবং আমাদের প্রধান মন্ত্রীর মতো এই পরিমাণ মিথ্যা কথা বলেন নাই। দুনিয়ার যে কয়জন মহিলা প্রধান মন্ত্রী আছে তাদের মধ্যে যদি তুলনা করি তাহলে আমাদের প্রধান মন্ত্রীর অবস্থান কোথায় । এবং আবু জাহেল ও তার শাসন আমলে আমাদের প্রধান মন্ত্রীর মতো এতো মিথ্যা কথা বলে নাই ।
মাহাবুব আলম
বিষয়: বিবিধ
১২১৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন