এর নাম কি মানবতা ??
লিখেছেন লিখেছেন জলন্ত শিখা ১৩ জুলাই, ২০১৫, ১১:১৭:৫৯ সকাল
মানবতা আজ কোথায় এসে দারিয়ে
ছে,,,,??
ভাবতে খুব অবাক লাগে ।মাত্র ১৩
বসরের একটি শিশুকে এ ভাবে নির্মম
প্রহর করে যারা হত্যা করতে
পারে,তারা কি মানুষ ??
কি অন্যায় ছেলেটির,সে চুরি
কররছে ?? যদি সত্যিই সে চুরি করে, তার
জন্য দেশে আইন আছে। ঐ নরপশুরা কারা
বিচার করার ??
বাবা মার মুখে দু মুঠো খাবার তুলে
দিতে মাত্র ১৩ বসর বয়সে কাজের
সন্ধানে নেমেছিলো সিলেটের
ছোট্ট ছেলে রাজন । হয়তো সমনে ঈদে
বাবা মা কে নতুন জামা কাপড় কিনে
দিতে চেয়েছিলো ছেলেটি !! কিন্তু
ভাগ্যের কি পরিনতি? চুরির অপবাদ
নিয়ে পৃথিবী ছাড়তে হলো
ছেলেটিকে !! একটা বাচ্চা ছেলে
চুরি করেছে বলে, তাকে মেরে
ফেলতে হবে ?? এর কি কোনো বিচার
নেই ??
বিচার হিম !!! কে করবে রাজন হত্যার
বিচার ??
যে দেশে একজন মুক্তিযোদ্ধা কে
অপমানের বিচার হয় না, রাজধানীতে
গুলি করে ডাবল মার্ডারের বিচার
হয়না, তার পর তো রাজন !"!!!
গরিবের ছেলে, ওদের জন্মই হয় মানুষের
লাথি গুতা খাওয়ার জন্য, মানুষের
হাতে মার খেয়ে মরার জন্য। ও
মরাগেলেও যা,একটা কুকুর মারা
গেলেও তাই !
বাংলাদেশে শুধু জামাত শিবিরের
বিচার হয়। বঙ্গবন্ধু কে গালি দিলে
বিচার হয়, কোনো শিশু হত্যার বিচার এ
দেশের সংবিধানে নেই । বিচার
বিভাগের মনে হয় জানা নেই,শিশু
হত্যার শাস্তি কি ??
আর যদি মনে করেন না জানা আছে
তা হলে অবিলম্ভে এর বিচার দেখতে
চাই। একবার ভাবুন,ঐ রাজন যদি আমার
আপনার ভাই হতো ? কি করতেন ?? তাই
বাংলার জনগন বিচার ব্যবস্থার বহিঃ
প্রকাশ দরখতে চায় ।
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন