ডিজিটাল
লিখেছেন লিখেছেন জলন্ত শিখা ২৬ মে, ২০১৫, ০৯:১৬:২৬ সকাল
কয়েক বছর আগেও বাংলাদেশ এত
ডিজিটাল ছিল না যা এখন টা
পরিলক্ষিত হচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে এই আধুনিকায়ন কি শুধু
আমাদের সভ্যতা সংস্কৃতি কে
ডিজিটাল করছে নাকি???
নাকি আধুনিকায়ন এর নামে আমাদের
মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে???
নাকি আমাদের বিবেক নামক বস্তু টা
কে কলুষিত করছে???
এখন শুধু আমরা ডিজিটাল হবার ই শিক্ষা
পাই সর্বক্ষেত্রে কিন্তু প্রকৃত মানুষ হবার
শিক্ষা কোন শিক্ষা প্রতিষ্ঠানে এখন
দেয়া হয় না।
আমরা এখন বাচার জন্য শিক্ষা পাই
কিন্তু মানুষের মত মানুষ হবার শিক্ষা
পাইনা।
যেখানে আমাদের শিক্ষারেই ঘাটতি
থাকে সেখান থেকে ভাল মানুষের
আসা করাটা বোকামি নয় কি???
কথাই তো আছে
" জ্ঞানহীন মানুষ পশুর সমান "
পরিস্থিতি এমন দাড়িয়েছে যে,,
আমরা স্বেচ্ছায় জ্ঞান নিতে অপরাগ।।
কেউ যদি যেচে জ্ঞান দিতেও চাই
আমরা সেটাও নিতে নারাজ উল্টো
জ্ঞান দাতা কে বাড়ির উঠোন
থেকেই তাড়িয়ে দেই।।
"স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত " -
উক্তিটিও আজ প্রায় মুহ্যমান।।
তাহলে কিভাবে আমরা আমাদের
চারপাশ থেকে ভাল মানুষের আশা
করতে পারি????
ইহা নিছক বোকামি ছাড়া আর কিছুই
নয়।
সুশিক্ষার অভাব,, বিবেকহীনতা,,
মূল্যবোধের অবক্ষয়,, অশালীন বেশ-ভূষা ই
আজ আমাদের সমাজের অধঃপতন এর
কারণ।।
এসব কারণেই আজ খুন, ধর্ষণ, ছিনতাই
ঘটছে।
এখন আপনি যতই গলাবাজি,,
লেখালেখি করেন কোন লাভ নাই
যদিনা সিস্টেম না বদলান confused
emoticon confused emoticon confused emoticon
confused emoticon
অন্যের টার দিকে তাকানোর আগে
নিজের দিকে তাকাই তারপর
অন্যচিন্তা unsure emoticon unsure emoticon
unsure emoticon
Its high time we changed ourselves because of
own welfare
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন