প্রেমের বিয়ে, অভিশপ্ত জীবনের হাতছানি
লিখেছেন লিখেছেন ক্রসফায়ার ০২ জুন, ২০১৫, ১০:১৪:৫৫ রাত
এই তুই কি এই ছেলের সাথে যাবি নাকি তোর মায়ের কাছে ফিরে যাবি? মেয়েটির বাবা খুবই আস্থার সাথে মেয়েটিকে জিজ্ঞাস করলো। বাবা জানতো অন্তত শত শত উৎসুক জনতার কাছে সে তার মা বাবাকে খাটো করবে না। কিন্তু না মেয়েটি তা করেনি বরং হন হন করে ছেলের দিকেই চলে গেলো। মাথায় হাত দিয়ে বসে পড়লো মেয়েটির বাবা এবং জ্ঞান হারালো মেয়েটির মা। সেদিকে কোন ভ্রক্ষেপ নেই মেয়েটির, মূহর্ত্যেই ছেলেটির হাত ধরে চোখের আড়াল হয়ে গেলো সে। স্বজন আর পড়শীরা সান্তনা দিচ্ছে মেয়েটির বাবা মাকে আবার অনেকেই চোখের সামনে কটুক্তি করে যাচ্ছে সমান তালে। আদরের মেয়েটিকে তিল তিল করে বড় করে তুলেছিলো তাদের মা বাবা আর সেই ভালবাসাকে তুচ্ছ জ্ঞান করে সাময়িক ভালবাসাকে গ্রহন করলো মেয়েটি। কিন্তু ঘোর কাটতে সময় লাগেনি মেয়েটির, যার জন্য মা বাবা স্বজন সবাইকে ছেড়ে দিলো সেই আজ প্রয়োজন মিটিয়ে তাকে তাড়িয়ে দিলো। এখন কোথায় যাবে মেয়েটি? সমাজের কোথাও ঠাঁই নেই তার, সে এক পরিত্যাক্তা নারী।
হ্যাঁ এটা আমাদের সমাজেরই চিত্র। পিতামাতার অবাধ্য কেউ ভালো নেই, একটা অজানা কষ্ট ওদের সবসময় কুরে কুরে খায়। সত্যিই ওরা অভিশপ্ত।
বিষয়: বিবিধ
১৭৩৯ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পিতামাতার অবাধ্য কেউ ভালো নেই, একটা অজানা কষ্ট ওদের সবসময় কুরে কুরে খায়। সত্যিই ওরা অভিশপ্ত।
গুড পয়েন্ট
পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fuOKlKg-xqg
তবে বাদ বিচারে ছেলে মেয়ের দোষই বেশি। কেননা তারা জেনে বুঝেও ঐ পথে পা বারায়
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : কাজী/মৌওলবী ঢেকে পিতা মাতার পছন্দেেতে যেসব বিয়ে দুইদিন না যেতে তালাক হয়ে যায় তার জন্য দায়ি কে? নবী রসুল? নাকি আল্লা??হ্যাঁ ব্যপারটা উদ্বেগও বটে
ভাই আপনি ঠিকই বলেছেন তারা সত্যিই অভিশপ্ত।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : শরিয়তের চার বিয়ে না করলে স্বামীর ভালবাসা পাবে কি করে? আর চামেচুমে মোহাম্মদী স্টাইলে দাসী, মুতা, হিল্লা, গনিমত মাইয়্যা তো থাকতেই হবে।A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
জাজাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন