সঠিক পথেই আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী
লিখেছেন লিখেছেন ক্রসফায়ার ২৬ মে, ২০১৫, ১০:০৫:৫৬ রাত
জামায়াত যেটাকে ৫০ বছর আগে জায়েজ বা বৈধ মনে করেছিলো বাংলাদেশের অন্যান্য ইসলামী দলগুলো সেটা বুঝতে সময় লেগেছিলো ৫০ বছর অর্থাৎ ৫০ বছর পর তারা সেটাকে বৈধ বলে মেনে নিয়েছে। কিছু উদাহরণ তুলে ধরছি আপনাদের বুঝার সুবিধার জন্য।
প্রথম যখন জামায়াতে ইসলামী রাজনৈতিক দল গঠন করে তখন তাদেরকে বিদয়াতী বলে ছি! ছি! করা মরহুম হাফেজ্জী হুজুর (রহঃ) নিজে পরে রাজনৈতিক দল গঠন করেছিলেন।
নির্বাচন ইসলামে জায়েজ নাই বলে কওমী ধারার আলেমরা জামায়াতকে ঘায়েল করার চেষ্টা করলেও হাফেজ্জী হুজুর নিজে নির্বাচনে প্রতিদন্ধিতা করেছিলেন ৮ সালে, তাঁর মার্কা ছিলো বটগাছ।
দলের মহিলা শাখার বিরোধীতা করলেও জামায়াতের দেখাদেখি এখন সব ইসলামী দলেই মহিলা শাখা আছে।
একসময় ব্যাকিং ব্যবস্থাকে হারাম মনে করা ইসলামী দলগুলো এখন ইসলামী ব্যাংকিয়ের প্রতি ঝুকছে উল্লেখযোগ্য হারে।
রিপোর্ট রাখার নিয়মকে 'রিয়া' বা লোক দেখানো আখ্যাদানকারী সব ইসলামিক দলই এখন রিপোর্ট রাখাকে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অত্যাবশ্যকীয় করে রেখেছে।
চরমোনাই পীরের দল একসময় নির্বাচনী পোস্টারে ছবি ছাপানোর বিরোধীতা করলেও এখন তারা পোস্টারে ছবি ব্যবহার করছে।
জামায়াত মহিলা প্রার্থীকে নির্বাচনে মনোনয়ন দিলেও এখনও কোন ইসলামী দল মহিলা প্রার্থী দেয়নি তবে ভবিষ্যতে যে দিবে এটা প্রায় নিশ্চিত।
মহান আল্লাহ তায়াল জামায়াতে ইসলামীর উদ্ভাবনী ও বিশ্লেষনী শক্তিকে আরো মজবুতি দান করুক (আমীন)
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন