বাঁশ কবিতা -- ( #bamboo_poem) : .

লিখেছেন লিখেছেন নিল রুদ্র ২২ জুন, ২০১৫, ১১:১২:৫০ সকাল

বাংলাদেশের

বাশঝাড়েতে ঝড়

উঠেছে ভাইরে,

ইন্ডিয়াকে দেয়ার পরে

একটিও আর নাইরে!

বাংলাদেশী কৃষক-

চাষী কর বাশের চাষ,

বাংলাওয়াশ বাংলা বাশ

চলবে বারো মাস।

কোহলি- ধনী-রায়না-

রোহিত বুঝলো বাশের

জ্বালা, ডি

ভিলিয়ার্স-হাশিম

আমলা সামনে তোদের

পালা। হও হুসিয়ার হও

সাবধান প্রাণের ভয়ে

ভাগ, যাকে ধরে আছড়ে

মারে বাংলাদেশের বাঘ!

বিষয়: বিবিধ

১২৮০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327065
২২ জুন ২০১৫ সকাল ১১:৪৬
হতভাগা লিখেছেন : এত এত বাঁশ পেয়ে ধোনীরা এবার ''বাঁশের কেল্লা'' বানিয়ে ফেলবে।

ভিরাটের বাঁশের কেল্লা , রোহিতের বাঁশের কেল্লা....
327075
২২ জুন ২০১৫ দুপুর ১২:২৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ।
327098
২২ জুন ২০১৫ দুপুর ০২:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আপনাকেও বাঁশ!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File