জাতীয় দলের সাবেক ফুটবলারকে কুপিয়ে হত্যা

লিখেছেন লিখেছেন নিল রুদ্র ২৬ মে, ২০১৫, ০৫:৪৬:৪৮ সকাল

নরসিংদী

প্রতিনিধি:

নরসিংদী

জেলার

পলাশ

উপজেলায়

নাদির

হোসেন

(৩৫)

নামে

জাতীয়

দলের

সাবেক

ফুটবলারকে

কুপিয়ে

হত্যা

করেছে

স্থানীয়

ছাত্রলীগ।



ঘটনায়

আহত

হয়েছেন

তার

বাবা

কামরুল

ইসলাম

(৬০)।

উপজেলার

চরর্ণগরদী

বাজারে

বিকেল

সাড়ে

৫টার

দিকে



ঘটনা

ঘটে।

স্থানীয়

ইউপি

চেয়ারম্যান

কামরুজ্জামান

গাজী

জানান,

তুচ্ছ

ঘটনাকে

কেন্দ্র

করে



ঘটনাটি

ঘটেছে।

খবর

পেয়ে

দ্রুত

তিনি



উপজেলা

চেয়ারম্যান

জাবেদ

হোসেন

ঘটনাস্থলে

উপস্থিত

হন।

আহত

নাদিরকে

হাসপাতালে

নেওয়ার

ব্যবস্থা

করে

ঘটনাস্থল

থেকে

চলে

আসেন।

পরে

রাত

১০টার

দিকে

তিনি

খবর

পান

ঢাকার

একটি

হাসপাতালে

নেওয়ার

পর

চিকিৎসকরা

নাদিরকে

মৃত

ঘোষণা

করেন।

নিহত

নাদেরের

বাবা

কামরুল

ইসলাম

জানান,

পলাশ

থানার

কৃষক

লীগের

সভাপতি

সুলতান

উদ্দিন

মুহুরী

এবং

তার

ছেলে



পলাশ

থানা

ছাত্রলীগের

সাধারণ

সম্পাদক

আপেল

মাহমুদ

শাহীন

(৩০)



তার

বড়

ভাই

সাইফুল

ইসলাম

(৩৩)



ছোট

ভাই

রিফাত

হোসেন

তুহিন

(২৫)

তাকে

পরিকল্পিতভাবে

বাজারে

মারধর

শুরু

করেন।



সময়

পাশের

মাঠে

তার

ছেলে

নাদির

হোসেন

ফুটবল

খেলছিলেন।

বাবার

চিৎকার

শুনে

নাদির

ছুটে

আসেন।

মুহুরীর

ছেলেরা

নাদিরকে

চাপাতি

দিয়ে

এলোপাতারি

কুপিয়ে

আহত

করে।

নাদেরকে

গুরুতর

আহত

অবস্থায়

উদ্ধার

করে

নরসিংদী

জেলা

হাসপাতালে

নিয়ে

আসেন

স্থানীয়রা।

পরে

কর্তব্যরত

চিকিৎসক

তাকে

উন্নত

চিকিৎসার

জন্য

ঢাকায়

পাঠানোর

নির্দেশ

দেন।

পরবর্তীতে

তাকে

ঢাকা

মেডিকেল

কলেজ

(ঢামেক)

হাসপাতালে

নেওয়ার

পর

চিকিৎসক

মৃত

ঘোষণা

করেন।

পলাশ

থানার

ভারপ্রাপ্ত

কর্মকর্তা

(ওসি)

আবুল

কালাম

আজাদ

বলেন,

‘হত্যাকারীদের

সম্পর্কে

এলাকার

মানুষের

ধারণা

আগে

থেকেই

ভালো

ছিল

না।

তবে



ঘটনার

সঙ্গে

জড়িত

সাইফুল

ইসলামকে

আটক

করা

হয়েছে।

লাশ

ময়নাতদন্ত

শেষে

মঙ্গলবার

সকালে

গ্রামে

আনা

হবে।

তবে



ঘটনায়

এখনও

পর্যন্ত

থানায়

কেউ

অভিযোগ

করতে

আসেননি।

নিহত

নাদির

হোসেন

ঢাকার

আরামবাগ

ক্রীড়া

সংসদের

সাবেক

ফুটবলার

ছিলেন

বলে

জানান

তিনি।

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File