আরামবাগে পানির মোটর বিস্ফোরণে দগ্ধ ২
লিখেছেন লিখেছেন নিল রুদ্র ২৪ মে, ২০১৫, ১০:১৩:৩১ সকাল
রাজধানীর
মতিঝিল
থানার
আরামবাগ
এলাকায়
পানির
মোটর
বিস্ফোরণে
দুইজন
দগ্ধ
হয়েছেন।
এরা
হলেন-
রুমা
আক্তার
(২২)
ও
রবিন
(২৮)।
শনিবার
রাতে
এ
ঘটনা
ঘটে।
আহতদের
ঢাকা
মেডিকেল
কলেজ
হাসপাতালের
বার্ন
ইউনিটের
অভজারভেশন
ওয়ার্ডে
ভর্তি
করা
হয়েছে।
আহতদের
প্রতিবেশী
মো.
হানিফ
জানান,
শনিবার
রাত
সাড়ে
১১টার
সময়
রুমা
প্রথমে
পানির
মোটর
চালাতে
যায়।
এ
সময়ে
ওই
পানির
মোটর
বিস্ফোরণে
আগুন
ধরে
যায়।
এতে
রুমার
শরীরে
আগুন
ধরে
যায়।
পরে
রুমাকে
উদ্ধার
করতে
এসে
রবিনের
শরীরেও
আগুন
ধরে
যায়।
ঢাকা
মেডিকেল
কলেজ
হাসপাতালের
বার্ন
ইউনিটের
কর্তব্যরত
চিকিৎসক
জানিয়েছেন,
আহত
রুমা
আক্তারের
শরীরের
১০০
শতাংশ
ও
রবিনের
শরীরের
৪৩
শতাংশ
পুড়ে
গেছে।
তাদের
অবস্থা
আশঙ্কাজনক।
ঢাকা
মেডিকেল
কলেজ
হাসপাতালের
পুলিশ
ক্যাম্পের
ইনচার্জ
মোজাম্মেল
হক
ঘটনার
সত্যতা
স্বীকার
করেন।
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন