ফেসবুকের লাইক-কমেন্ট, এবং সেলেব্রিটির নমুনা (পর্ব-২)
লিখেছেন লিখেছেন বিনো৬৯ ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৫০:১২ দুপুর
বাস্তব জীবনের নন্দিত মানুষগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সমাদৃত হবে- এটি একটি স্বাভাবিক প্রত্যাশা। সিনেমা/নাটক, খেলাধুলা, রাজনীতি, অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ পেশার মানুষগুলো এমনিতেই জনসাধারণের কাছে পরিচিত। ফেসবুকে বা টুইটারে তারা প্রসিদ্ধি লাভ করবে এতে দোষের কিছু নেই। হাজার হাজার 'লাইক' 'কমেন্ট' তাদের পোস্ট, ছবি বা পেইজে হুমড়ি খেয়ে পড়বে এটা সহনীয় ব্যপার। এমনটা না হলে বরং অস্বাভাবিক দেখাত। তবে সমস্যা অন্য জায়গায়।
আমার মতে ফেসবুকে যতটা রিয়েল আইডি আছে তারচেয়ে পাঁচগুণ বেশি ফেইক আইডি আছে। এটা আমার দৃঢ় বিশ্বাস। এই পাঁচগুণ ফেইক আইডির অধিকাংশই মেয়ে নাম দিয়ে খোলা হয়েছে। মেয়ে, হুম... সুন্দরী একটা মেয়ের ছবি আমাদের যৌবনের বিষে আক্রান্ত যুবকদের কাছে অমৃত হিসেবে ধরা দেয়।
"হাই বন্দুরা, কেমন আচেন সবাই", "আজ মনটা বাল নেই"- "এই ছবিতে আমা কে কেমন লাগচে?" জাতীয় ভাঁড়ামি পোস্টে শত শত 'লাইক' 'কমেন্ট' প্রসব হতে থাকে। আর এসব লাইক-কমেন্টকারী নির্বোধগুলোর ৯৯% হল ছেলে। গর্দভগুলো বুঝেও না, এদের মতই আরেক থার্ড ক্লাস ফেবু ইউজার ওদের অজ্ঞতার সুযোগ নিয়ে ফেবুতে সার্কাস খুলে বসেছে। কমেন্টে একেকজনের কী আবেগে টইটুম্বুর আহাজারি, ওদিকে মেয়ে নাম দিয়ে ফেইক আইডি খোলা ধড়িবাজ ছেলেটি এসব কমেন্ট দেখে হেসে লুটুপুটি খাচ্ছে। ফেসবুকে যত মেয়ে আছে, ওদের বিয়ে দেওয়ার জন্য আগামী তিনশ' বছর পিতাদেরকে শুধু ছেলে সন্তান জন্ম দিয়ে যেতে হবে।
অতএব পিতা সাবধান, আপনার ছেলেটি ফেসবুকের কল্যাণে মেয়ে লিঙ্গে রূপান্তর হয়েছে কিনা অচিরেই যাচাই করুন।
ফেসবুকের লাইক-কমেন্টের এক মহান তাৎপর্য উল্লিখিত আলোচনার মাধ্যমে আমরা অনুধাবন করতে পারি।
বিষয়: বিবিধ
৮৬৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন