ফেসবুকের লাইক-কমেন্ট, এবং সেলেব্রিটির নমুনা...(পর্ব-১)

লিখেছেন লিখেছেন বিনো৬৯ ২২ সেপ্টেম্বর, ২০১৭, ০১:১৩:৫৯ দুপুর

আমি ফেসবুক ব্যবহার করি ২০০৯ সাল থেকে। সময়ের হিসেবে যেটি নয় বছরের কাছাকাছি।

আমার বন্ধু সংখ্যা মাত্র ৪১১ জন। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, পরিচিতজন, অথবা যেকোনো সূত্র ধরে আমার সাথে সম্পৃক্ত মানুষগুলোই আমার বন্ধুতালিকায় স্থান পেয়েছেন।

এঁদের ছাড়া অন্য কাউকে আমার বন্ধু বানানোর কোনো মানে খুঁজে পাই না। তবে যাদের দিয়ে আমার নৈতিক অথবা শিক্ষাগত লাভ হবে তাদের কথা আলাদা। যাকগে সে কথা!

আমি যখন ফেসবুকে একটি পোস্ট দিই, সেখানে সাকুল্যে 'লাইক' পড়ে ৩০-৪০ অথবা সর্বোচ্চ ৫০টি। এটা নিয়ে একবার আমার এক বন্ধু রসিকতা করেছিল। বলেছিল,

"আরে মিয়া, তোমার লেখায় তো কোনো লাইক-ই পড়ে না। আমার পোস্টগুলোতে দেখছ, কত মানুষ 'লাইক' দেয়! কত মানুষ আমারে চিনে!" আমি ভ্যাবলাকান্তের মত তাকিয়ে থাকি!

কোনো পেশাকে অসম্মান করছি না, তবে বাস্তবতা একটু বলি। হয়ত একজন রিক্সা চালায়, ভ্যানগাড়ি চালায়, অথবা ফোর-টুয়েন্টি বাউন্ডুলে সেজে সারাদিন ঘুরে বেড়ায়; দেখা গেল, দিনশেষে

আরেকজনের পোশাক পরে নায়ক সেজে একটি ছবি আপলোড করল ফেসবুকে, ব্যাস, 'লাইক' 'কমেন্ট'-এর বন্যা লেগে গেল! সে-ও রীতিমত নিজেকে দেশ-বিদেশের অতিমানবীয় সেলেব্রিটি ভেবে খুশিতে আত্মহারা হয়ে গেল।

তারচেয়ে মানে-গুণে, বয়সে বড় মানুষটি অন্তত ফেসবুকের জগতে তার কাছে করুণার পাত্রে রূপান্তরিত হয়েছে। ফেসবুকের 'লাইক' 'কমেন্ট' বর্তমানে এমনই এক মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে যে, বাস্তবের কীর্তিমান মানুষগুলোকে বায়বীয় ফেসবুকের জগতে অধিকাংশ সময় অসহায় দেখা যায়। এই হল ফেসবুকের মজাদার কারিশমা।

বিষয়: বিবিধ

৯৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384051
২২ সেপ্টেম্বর ২০১৭ দুপুর ০২:৫৬
হতভাগা লিখেছেন : ফেসবুকে মেয়েরা স্ট্যাটাস দিলে কমেন্ট ও লাইকের বান বয়ে যায় । যার বেশীর ভাগই ঢং , মেকি ।

আমি এই দুনিয়াতে ঢুকি নাই দূর্ভাগ্য/সৌভাগ্য জনক ভাবে।
384052
২২ সেপ্টেম্বর ২০১৭ সন্ধ্যা ০৬:৩২
বিনো৬৯ লিখেছেন : বলেন কি ভাই? আপনার ফেসবুক আইডি নাই?
384058
২৩ সেপ্টেম্বর ২০১৭ বিকাল ০৪:২৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : মেয়ে নাম দিয়ে যদি শুভসকাল লিখা হয়, সেখানে হাজার হাজার লাইক পড়ে।
২৩ সেপ্টেম্বর ২০১৭ রাত ০৯:৪২
316862
বিনো৬৯ লিখেছেন : একদম ঠিক বলেছেন ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File