ব্রেকিং!!! ব্রেকিং!!! ব্রেকিং !!! অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাঁদের বাংলাদেশ সফর আপাতত বাতিল করেছে! কিন্তু কেন???

লিখেছেন লিখেছেন বিনো৬৯ ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৯:৩৭ সন্ধ্যা

ক্রিকেট অস্ট্রলিয়া তাঁদের বাংলাদেশ সফর আপাতত বাতিল করেছে। অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে তাঁর দলের নিরাপত্তা নিয়ে শংকা বোধ করায় এ সফর 'সাময়িকভাবে' স্থগিত করা হল।

তাঁরা বলেছে, 'সফরকারী অস্ট্রলিয়া দল নাকি বাংলাদেশে সশস্ত্র জঙ্গি দলের শিকার হতে পারে।'

ব্যপারটি চরম বিস্ময় হয়ে এসেছে ক্রিকেট-সংশ্লিষ্ট সব মহলের কাছে। তাঁরা বলেছে, 'বাংলাদেশে আদৌ কোনও নিরাপত্তা ঝুঁকি আছে কিনা- এমন কোনও সংবাদ আমাদের জানা নেই। তারপরও হঠাৎ কেন অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বিলম্ব বা বাতিল করল সেটি কারো বোধগম্য নয়!!!'

উল্লেখ্য, আগামি ২৮ই সেপ্টেম্বর ২ টেস্টের সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে যাত্রা করার কথা ছিল।

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343383
২৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সজিব এর কারসাজি
জঙ্গি রাষ্ট্রের তকমা লাগানোর জন্য হয়তো কোন লবিস্ট নিয়োগ দিয়েছে তার ফল হয়তো এইটা
কারন ওর মার তো টাকার অভাব নাই ওর নকল বাবা মারা গেলেও ১৭ কোটি লোক কি ওর মার চৌদ্দ গুষ্টির কিছু হয় ২২১ জন সঙ্গি নিয়ে সফর !!!
তেল মারা হবে গরম করে
343390
২৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
বিনো৬৯ লিখেছেন : ব্যপারটা এমন না-ও হতে পারে। আবার আপনার কথাও সত্যি হতে পারে। বাংলাদেশ কে নিয়ে অস্ট্রেলিয়ার হঠাত এমন লুকোচুরি আমার বিশেষ সুবিধের মনে হচ্ছেনা।
343437
২৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশের সাম্প্রতিক পারফর্মেন্স ও অষ্ট্রেলিযার সাম্প্রতিক পারফর্মেন্স এর তুলনায় এটাও বলতে পারি ডরাইছে!!!
343464
২৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:০৩
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : দেশ চালান পরধান মন্ত্রী তিনিই দেশে নাই তাই দেশ চলেছেনা তাই হয়তো তাহারা ভরসা পাচ্ছেন না....ফাঁক থেকেই গেলো।
343477
২৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪৫
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মেয়েরা যদি পাকিস্তান যেতে পারে তাহলে অস্ট্রেলিয়ার ছেলেরা কেন বাংলাদেশে আসতে পারবে না ? সকারুদেরও তো বাংলাদেশে আসতে হবে এওয়ে ম্যাচ খেলতে ?

সোজা কথা - ভয় পাইছে । সেটা অন্য ছুঁতো দিয়ে ঢাকার চেষ্টা করেছে ।
343501
২৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:২৩
মাটিরলাঠি লিখেছেন : এরা হয়তো শেষ পর্যন্ত আসবে। তার আগে সাম্প্রতিক পারফর্মসের কারণে প্রতিপক্ষের উপর একটা মানসিক চাপ সৃষ্টির চেষ্টা, যা তাদের পুরানা কৌশল। এছাড়া আর কি কি ষড়যন্ত্র দেশে ও বাইরে) আছে কে জানে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File