চীন থেকে আমেরিকা ট্রেন যাবে পানির নিচ দিয়ে !
লিখেছেন লিখেছেন বিনো৬৯ ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৯:১৯ রাত
পানির নিচ দিয়ে চলবে ট্রেন। তাও আবার হাজার হাজার মাইল দূরের পথ। পাশ দিয়ে ঘুরে রেড়াবে নীল তিমি, হাঙ্গর, অক্টেপাসসহ নানা রকম সামুদ্রিক প্রাণী। কী রোমাঞ্চকরই না হবে বিষয়টা! কল্পনা মনে হলেও এমনটি ঘটতে যাচ্ছে।
চীন সম্প্রতি সমুদ্রের নিচ দিয়ে ট্রেনলাইন করার পরিকল্পনা করেছে। ট্রেনলাইনের দৈর্ঘ্য হবে ৮ হাজার কিলোমিটার। এর মধ্যে ১২৫ কিলোমিটার থাকবে পানির নিচে। ওই ট্রেনলাইনের মাধ্যমে চীন থেকে আমেরিকা ও কানাডার মধ্যে যোগাযোগ স্থাপন করা হবে বলে জানানো হয়েছে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট ও বেইজিং টাইমস
বিষয়: বিবিধ
১১৮২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
What a good scientists!!!!!!
মন্তব্য করতে লগইন করুন