পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার পর এবার কি অস্ট্রেলিয়া বধের পালা?

লিখেছেন লিখেছেন বিনো৬৯ ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১১:৪৩ দুপুর



কাল সকালে বাংলাদেশ দলের অনুশীলনেরও আগে, আসন্ন অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ফলাফল নিয়ে একটি সম্যক ধারণা পাওয়া গেল। যে ধারণায় ক্রিকেটপ্রেমী সকল সমর্থক ও ভক্তবৃন্দ এটা আশা করতেই পারেন, তিন-তিনটি হেভিওয়েট দলকে সিরিজ হারানোর পর এবার বাংলাদেশ আরো বড় শিকার করতে যাচ্ছে! সাধারণত সফরকারী দলগুলো সবসময় শেরেবাংলা স্টেডিয়ামের দক্ষিণ দিকের ড্রেসিংরুমটা ব্যবহার করে। এই কারণে কাল সকালে ওই ড্রেসিংরুমে অস্ট্রেলিয়া দলের যে খেলোয়াড় তালিকা সেঁটে দেওয়া হলো, সেখানে ছিলনা কোনও প্রতিষ্ঠিত তারকার নাম। হ্যাঁ, সম্ভাবনাময়ী ও প্রতিশ্রুতিবান অনেক খেলোয়াড়ই জায়গা পেয়েছে! তবে বিশ্ব শাসন করা যে মাপের খেলোয়াড় অস্ট্রেলীয়াকে অন্যদের চেয়ে আলাদা করে দেয়, কালকের উপস্থাপিত সে তালিকায় তেমন কোনও খেলোয়াড় দেখা যায়নি! ফলে এই দলটি নিতান্তই 'লড়াকু' ও 'অনভিজ্ঞ' দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে নিশ্চিত! ঠিক একই কারণে সমর্থক ও খেলোয়াড়দের মনে দোলা দিয়ে যেতে পারে একটি দুর্লভ স্বপ্নও! স্বপ্নটা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের।

নেট প্র্যাকটিস ও ফিটন্যাস ট্রেনিঙয়ের পর বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় প্রথমে এল অস্ট্রেলিয়া দল সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘এ রকম একটা দলই প্রত্যাশিত ছিল। আমাদের যা অনুমান ছিল, তাদের প্রায় সবাই আসছে।’

অস্ট্রেলিয়ার দল ঘোষণার দিন জয়ের আশাবাদটা মুশফিক ছড়িয়ে দিলেন এর পরই। ওয়ানডেতে একটার পর একটা সাফল্য টেস্ট-স্বপ্নের দিগন্তও দিয়েছে বাড়িয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন কিছু করার আশার কথা আগেই বলেছিলেন কোচ। কাল অধিনায়কের কণ্ঠেও সেই প্রতিধ্বনি, ‘অস্ট্রেলিয়াকে হারানোর এর চেয়ে বড় সুযোগ আর হয় না।’

ফ্রেন্ডস, কী মনে হয় আপনাদের? পারবে তো বাংলাদেশ অস্ট্রেলিয়া কে হারাতে?

(চিয়ারস ফর বাংলাদেশ ক্রিকেট টীম)

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341843
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২০
মাজহারুল ইসলাম লিখেছেন : এইটা ওডিআই না এইটা টেস্ট যা খেলার সম্পূর্ণ যোগ্যতা এখনো বাংলাদেশ দলের হয় নাই। আর ওডিআই সিরিজ জয় আর টেস্ট সিরিজ জয় এক কথা না। দেখা যায় কি হয় আর অস্ট্রেলীয়ার ভালো প্লেয়ার লাগেনা এদের সবাই ভালো প্লেয়ার কারন এরা দলে টিকে থাকার জন্য সব সময় নিজের শেরাটা দিয়ে যায়, যার বিপরীতে অবস্থান বাংলাদেশের। বাংলাদেশে প্রায় এখন সবার বিকল্প প্লেয়রা আছে তার পরেও কেউ যদি খারাপ করে তাকে আবার সুযোগ দেওয়া হয় দেখা যায় সেই সুযোগ কাজে লাগাতে পারে না।

যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল যেন ভালো কিছু করতে পারে তার জন্য শুভকামনা রইল।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
283219
বিনো৬৯ লিখেছেন : আপনার কথাগুলোর সাথে একমত। তবে বাংলাদেশের এখন যা পারফরম্যানস, তাতে করে টেস্টেও ওদের বিপক্ষে ভালো করার সুযোগ আছে। স্পিনিং উইকেট তৈরি করলে ওরা সহজেই কাবু হয়ে যাবে আশা করি।
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৩
283247
মাজহারুল ইসলাম লিখেছেন : তাহলে খাল কেটে কুমীর আনার মত হবে। বাংলাদেশ সিরিজের জন্য কয়েক জন স্পিনার দেখলাম অস্ট্রেলীয়ার স্কোয়াডে তারাও ভালো করতে পারে। আর মূল কথা হচ্ছে অস্ট্রেলীয়া এশিয়ার যেই কোন দেশে ভালো করতে পারে আবার খারাপও করতে পারে।
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৮
283270
বিনো৬৯ লিখেছেন : আমি কিন্তু অস্ট্রেলিয়ার স্পিনারদের তেমন পাত্তা দিতে রাজি নই! আমাদের দেশের শফিউল রবিউল, ওদের দেশের লায়ন এগার, একই রকম বোলার! যে বনে বাঘ নেই, সেখানে শিয়াল-ই নাকি বাঘ! ব্যপারটা অনেকটা এরকম! Happy Happy
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৬
283279
মাজহারুল ইসলাম লিখেছেন : অপেক্ষা করেন শিয়ালে বাঘরে ছাগল বানায় কীভাবে তা দেখতে পাইবেন।
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:২৩
283377
বিনো৬৯ লিখেছেন : হা, অপেক্ষায় থাকলাম। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা ওদের পেস এটাকে হুড়মুড় করে আউট হবে, এটা নিশ্চিতভাবে বলতে পারি!
341844
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২২
হতভাগা লিখেছেন : পাক-ভারত-দঃআফ্রিকার পরিনতি দেখে অস্ট্রেলিয়া ভয় পেয়েছে । তাই এই সফরে শুধু টেস্ট রেখেছে । এমনিতে সর্বশেষ সফরে অস্ট্রেলিয়া ওদের দেশে বাংলাদেশের সাথে কোন টেস্ট খেলে নি , খেলেছে ওয়ানডে ।

ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কারণ অস্ট্রেলিয়া এবারের চ্যাম্পিয়ন ।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০০
283222
বিনো৬৯ লিখেছেন : অস্ট্রেলিয়া সত্যিই ভয় পেয়েছে! ওরা চরম ফন্দিবাজ! ভেবেছে- সাউথ আফ্রিকার মত টিমও যেহেতু বাংলাদেশে এসে সিরিজ হেরেছে, তাই ওরাও হারতে পারে! বাংলাদেশের সাথে সিরিজ হারার লজ্জা যেন না পেতে হয় সেকারণে আগেভাগেই পথ পরিস্কার করে ফেলেছে! এখন বাংলাদেশে এসে কোনও টিমই সহজে জিততে পারবেনা- এটা কনফার্ম! আর অস্ট্রেলিয়ার বর্তমান যে টিমটি বাংলাদেশে আসবে, সেটাকে টেস্টেও হারানোর যোগ্যতা বাংলাদেশের আছে
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪২
283280
মাজহারুল ইসলাম লিখেছেন : বাংলাদেশকে ভয় পায় নাই আর আমার মনে হয় আপনারা দুই জনেই খেলার খবর রাখেন না। সর্বশেষ অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে খেলে যায় তখন তিন ম্যাচ ওডিআই এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল কিন্তু কোন কারনে তখন শুধু ওডিআই খেলা হয়েছে আর এখন সেই সিরিজের বাকি টেস্ট খেলে যাচ্ছে। বিশ্বাস না হলে বিস্তারিত খবর নিয়ে জেনে নিয়েন। আর অস্ট্রেলিয়া বাংলাদেশকে ভয় পায় নাই সমানে নিউজিল্যান্ডের সাথে দিবারাত্রির টেস্ট সিরিজ আছে অস্ট্রেলিয়ার তাই তাদের ভালো ভালো প্লেয়ারকে বিশ্রামে পাঠিয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৮
283307
হতভাগা লিখেছেন : মাজহার ভাই আপনার কথাই বোধ হয় ঠিক ।
ঐ সিরিজের এক ম্যাচে শেন ওয়াটসন ১৮৫* রান করেছিল - ১৫ টা চার ও ১৫ টা ছক্কা মেরে । এটা ২০১১ ওয়ার্ল্ড কাপের ১০-১৫ দিন পরের ঘটনা ।

সাধারণত এক দেশ আরেক দেশে যায় পূর্নাঙ্গ সিরিজ খেলতে - যাতে টেস্ট , ওয়ানডে এবং অধুনা টি২০ও ইনক্লুডেড থাকে ।

এসব না খেলে শুধু এক ধরনের খেলা বাংলাদেশের সাথেই করে এই মোড়লগুলো । ইংল্যান্ডের সাথে তো ৩ ধরনেরই খেললো ,বাংলাদেশের সাথে সমস্যা কি ?

সমস্যা আপনাদের চোখে না পড়লেও আমাদের চোখে পড়েছে ।
341846
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৩০
নাবিক লিখেছেন : ওয়ানডে হলে ঠিকই ধইরা দিতাম। Happy টেষ্টে কি হয় তা মালুম করবার পারতাসিনা। :(
341892
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০১
বিনো৬৯ লিখেছেন : দাদাভাই, টেস্টেও ওদেরকে ধরায় দিব! চিয়ারস বলেন, চিয়ারস! Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File