পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার পর এবার কি অস্ট্রেলিয়া বধের পালা?
লিখেছেন লিখেছেন বিনো৬৯ ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১১:৪৩ দুপুর
কাল সকালে বাংলাদেশ দলের অনুশীলনেরও আগে, আসন্ন অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ফলাফল নিয়ে একটি সম্যক ধারণা পাওয়া গেল। যে ধারণায় ক্রিকেটপ্রেমী সকল সমর্থক ও ভক্তবৃন্দ এটা আশা করতেই পারেন, তিন-তিনটি হেভিওয়েট দলকে সিরিজ হারানোর পর এবার বাংলাদেশ আরো বড় শিকার করতে যাচ্ছে! সাধারণত সফরকারী দলগুলো সবসময় শেরেবাংলা স্টেডিয়ামের দক্ষিণ দিকের ড্রেসিংরুমটা ব্যবহার করে। এই কারণে কাল সকালে ওই ড্রেসিংরুমে অস্ট্রেলিয়া দলের যে খেলোয়াড় তালিকা সেঁটে দেওয়া হলো, সেখানে ছিলনা কোনও প্রতিষ্ঠিত তারকার নাম। হ্যাঁ, সম্ভাবনাময়ী ও প্রতিশ্রুতিবান অনেক খেলোয়াড়ই জায়গা পেয়েছে! তবে বিশ্ব শাসন করা যে মাপের খেলোয়াড় অস্ট্রেলীয়াকে অন্যদের চেয়ে আলাদা করে দেয়, কালকের উপস্থাপিত সে তালিকায় তেমন কোনও খেলোয়াড় দেখা যায়নি! ফলে এই দলটি নিতান্তই 'লড়াকু' ও 'অনভিজ্ঞ' দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে নিশ্চিত! ঠিক একই কারণে সমর্থক ও খেলোয়াড়দের মনে দোলা দিয়ে যেতে পারে একটি দুর্লভ স্বপ্নও! স্বপ্নটা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের।
নেট প্র্যাকটিস ও ফিটন্যাস ট্রেনিঙয়ের পর বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় প্রথমে এল অস্ট্রেলিয়া দল সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘এ রকম একটা দলই প্রত্যাশিত ছিল। আমাদের যা অনুমান ছিল, তাদের প্রায় সবাই আসছে।’
অস্ট্রেলিয়ার দল ঘোষণার দিন জয়ের আশাবাদটা মুশফিক ছড়িয়ে দিলেন এর পরই। ওয়ানডেতে একটার পর একটা সাফল্য টেস্ট-স্বপ্নের দিগন্তও দিয়েছে বাড়িয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন কিছু করার আশার কথা আগেই বলেছিলেন কোচ। কাল অধিনায়কের কণ্ঠেও সেই প্রতিধ্বনি, ‘অস্ট্রেলিয়াকে হারানোর এর চেয়ে বড় সুযোগ আর হয় না।’
ফ্রেন্ডস, কী মনে হয় আপনাদের? পারবে তো বাংলাদেশ অস্ট্রেলিয়া কে হারাতে?
(চিয়ারস ফর বাংলাদেশ ক্রিকেট টীম)
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল যেন ভালো কিছু করতে পারে তার জন্য শুভকামনা রইল।
ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কারণ অস্ট্রেলিয়া এবারের চ্যাম্পিয়ন ।
ঐ সিরিজের এক ম্যাচে শেন ওয়াটসন ১৮৫* রান করেছিল - ১৫ টা চার ও ১৫ টা ছক্কা মেরে । এটা ২০১১ ওয়ার্ল্ড কাপের ১০-১৫ দিন পরের ঘটনা ।
সাধারণত এক দেশ আরেক দেশে যায় পূর্নাঙ্গ সিরিজ খেলতে - যাতে টেস্ট , ওয়ানডে এবং অধুনা টি২০ও ইনক্লুডেড থাকে ।
এসব না খেলে শুধু এক ধরনের খেলা বাংলাদেশের সাথেই করে এই মোড়লগুলো । ইংল্যান্ডের সাথে তো ৩ ধরনেরই খেললো ,বাংলাদেশের সাথে সমস্যা কি ?
সমস্যা আপনাদের চোখে না পড়লেও আমাদের চোখে পড়েছে ।
মন্তব্য করতে লগইন করুন