৮ ফুট গভীর ম্যানহোল থেকে ৫ দিন পর জীবিত উদ্ধার হল নবজাতক শিশু!
লিখেছেন লিখেছেন বিনো৬৯ ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৭:৩২ দুপুর
হুমায়ুন বলেছিলেন, "ভালবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো “মা” নামের নিঃস্বার্থ মহিলাটি।" কথাটি শতভাগ সত্যি হলেও মাঝেমাঝে এর ব্যতিক্রম যে দেখা যায়না সেটা কিন্তু নয়!
সেই ব্যতিক্রমকে প্রবলভাবে সত্য প্রমান করল অষ্ট্রেলিয়ার এক পাষন্ড মা। নিজের নবজাতককে হত্যার উদ্দেশ্য হাসপাতালের তোয়ালে পেছানো অবস্হায়ই তাকে ম্যানহোলের মধ্যে ফেল দিল এই মা।
কথায় বলে, রাখে আল্লাহ মারে কে! উক্ত নবজাতকটি গত ৫ দিন ধরে আট ফুট গভীর সেই ম্যানহোলের মধ্যেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অলৌকিক ভাবে বেঁচে গেল !
শিশুটি টানা পাঁচ দিন প্রায় আট ফুট গভীর একটি ময়লা নর্দমার তলানিতে ঘুটঘুটে অন্ধকারে কোন ঐশ্বরিক শক্তিতে বেঁচে ছিলো সেটা হয়ত রহস্যই থেকে যাবে । সেজন্যই 'রাখে আল্লাহ মারে কে?' এই চিরন্তনী সত্য আবারো প্রমাণিত হল শিশুটিকে জীবিত উদ্ধার করার পর।
বিষয়: বিবিধ
৮২২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন