পকেট মারতে হজ্বে যাওয়া!

লিখেছেন লিখেছেন বিনো৬৯ ২১ আগস্ট, ২০১৫, ০১:০০:২৮ দুপুর

আমরা বাঙ্গালিরা কত ধরণের বাটপারি জানি তার একটি উৎকৃষ্ট নমুনা হল নিচের খবরটি।

গতকাল পুলিশ জানিয়েছে, তারা একটি প্রতারক চক্রকে আটক করেছে যার মধ্যে কয়েকজন হাজীদের পকেট মারতে সৌদি আরব যাওয়ার ভিসা নিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন, রমনা থানার মালিবাগ রেলগেট এলাকা থেকে ছয় সদস্যের এ চক্রটিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, এ চক্রটি দেশেও বাস যাত্রীদের টার্গেট করে আচার খাইয়ে অজ্ঞান করে তাদের টাকা পয়সা হাতিয়ে নেয়।

জনাব মুনতাসির আরো জানান, এ চক্রটির মধ্যে কয়েকজনের একটি গ্রুপ প্রতিবছর হজ মৌসুমে হজ যাত্রী হিসেবে সৌদি আরব যায় মূলত সেখানে হাজীদের পকেট মারতে।

এর মধ্যে আজ গ্রেফতার হওয়া দুজন রয়েছেন যারা ইতোমধ্যেই ভিসা সংগ্রহ করেছেন হজে যাওয়ার জন্যে।

পুলিশের দাবি এর মধ্যে কয়েকজন সৌদি আরবে পকেট মারতে গিয়ে ধরা পড়ে জেলও খেটেছেন।-

অতএব, যারা হজ্বে যাবেন, পাশের যাত্রীটিকে নিশ্চিন্তে আপন ভেবে নেওয়ার সুযোগ নেই!

মহান সৃষ্টিকর্তার নিবিড় সান্নিধ্যে গমন করা মানুষগুলোর সাথে যারা অন্যায়-প্রতারণা করে, আমার মতে ওদেরকে খালি গায়ে মরুভূমিতে ফেলে রাখা দরকার। নরকে গিয়ে যে কঠিন শাস্তি ভোগ করতে হবে, তার কিছুটা অনুশীলন পৃথিবীতেই হয়ে যাক!

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337294
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫০
নাবিক লিখেছেন : আর কতো নীচে নামবে মনুষ্য জাতি?
২১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
279015
বিনো৬৯ লিখেছেন : আর কতো নীচে নামবে 'বাঙ্গালি' জাতি! মনুষ্য জাতি আর বাঙ্গালি জাতির মধ্যে ব্যপক পার্থক্য তো, তাই এদেরকে আলাদাভাবে প্রকাশ করাই ভালো! Straight Face
337332
২১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
শেখের পোলা লিখেছেন : হাীদের তো পকেটই থাকেনা তো কি মারবে৷ এদের ধরে ধরে প্রকাশ্যে গলাকাটা উচিৎ। এরা আমাদের কলঙ্ক৷
337339
২১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
বিনো৬৯ লিখেছেন : হাজীদের পকেট শুধুমাত্র হজ্বের নির্ধারিত সময়টাতেই থাকেনা। তাছাড়া পকেট না থাকলেও জানামতে প্রত্যেকে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো সাথে নিয়েই ঘুরেন! তাই সেগুলোকে হাওয়া করে দেওয়াও ওই পকেট কাটারই অংশ হবে!

এই চোরের দলগুলোকে 'ধরে ধরে প্রকাশ্যে গলাকাটা উচিৎ। এরা আমাদের কলঙ্ক৷'
337372
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাঙ্গালি হাজি কেও বিশ্বাস নাই!!
অবশ্য যে দেশে কমরেড রা সরকারি পয়সায় হ্জ করতে যায় সেখানে আর কে বিশ্বাস করে।
২২ আগস্ট ২০১৫ রাত ০১:০৭
279076
বিনো৬৯ লিখেছেন : ঠিক বলেছেন ভাই! বাঙ্গালি হাজী, ভিনদেশী পাজি, সেইম থিংক!!! 'আলহাজ কমরেডদের বেলায় এই কথাটা শতভাগ সত্য। Love Struck Love Struck
337411
২১ আগস্ট ২০১৫ রাত ১১:৫৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওদের মুখে থুথু......! লজ্জাহীন পশুকোথাকার।
337418
২২ আগস্ট ২০১৫ রাত ০১:০৮
বিনো৬৯ লিখেছেন : ওদের পেছনে লাথি, প্রতারক কোথাকার!
338606
৩০ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৪
হতভাগা লিখেছেন : বিদেশের কাছে এরা আমাদের সন্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে ।

ধরা পড়ার পর এদের হাত কেটে দেয় না কেন সৌদিরা ?
338669
৩০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
বিনো৬৯ লিখেছেন : হয়ত এদের ভাগ্য ভাল যে এরা সৌদি তে ধরা পড়েনা। শু**রের বাচ্চাদের হাত-পা দুটোই কেটা দেয়া দরকার। যাতে আর চলাফেরা করতে না পারে!
338671
৩০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অতএব, যারা হজ্বে যাবেন, পাশের যাত্রীটিকে নিশ্চিন্তে আপন ভেবে নেওয়ার সুযোগ নেই!
-সতর্ক করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ..
১০
338694
৩০ আগস্ট ২০১৫ রাত ০৯:৫২
বিনো৬৯ লিখেছেন : স্বাগতম! সম্মানিত হাজী সাহেবদের অবশ্যই সতর্ক হওয়া উচিৎ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File