পকেট মারতে হজ্বে যাওয়া!
লিখেছেন লিখেছেন বিনো৬৯ ২১ আগস্ট, ২০১৫, ০১:০০:২৮ দুপুর
আমরা বাঙ্গালিরা কত ধরণের বাটপারি জানি তার একটি উৎকৃষ্ট নমুনা হল নিচের খবরটি।
গতকাল পুলিশ জানিয়েছে, তারা একটি প্রতারক চক্রকে আটক করেছে যার মধ্যে কয়েকজন হাজীদের পকেট মারতে সৌদি আরব যাওয়ার ভিসা নিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন, রমনা থানার মালিবাগ রেলগেট এলাকা থেকে ছয় সদস্যের এ চক্রটিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, এ চক্রটি দেশেও বাস যাত্রীদের টার্গেট করে আচার খাইয়ে অজ্ঞান করে তাদের টাকা পয়সা হাতিয়ে নেয়।
জনাব মুনতাসির আরো জানান, এ চক্রটির মধ্যে কয়েকজনের একটি গ্রুপ প্রতিবছর হজ মৌসুমে হজ যাত্রী হিসেবে সৌদি আরব যায় মূলত সেখানে হাজীদের পকেট মারতে।
এর মধ্যে আজ গ্রেফতার হওয়া দুজন রয়েছেন যারা ইতোমধ্যেই ভিসা সংগ্রহ করেছেন হজে যাওয়ার জন্যে।
পুলিশের দাবি এর মধ্যে কয়েকজন সৌদি আরবে পকেট মারতে গিয়ে ধরা পড়ে জেলও খেটেছেন।-
অতএব, যারা হজ্বে যাবেন, পাশের যাত্রীটিকে নিশ্চিন্তে আপন ভেবে নেওয়ার সুযোগ নেই!
মহান সৃষ্টিকর্তার নিবিড় সান্নিধ্যে গমন করা মানুষগুলোর সাথে যারা অন্যায়-প্রতারণা করে, আমার মতে ওদেরকে খালি গায়ে মরুভূমিতে ফেলে রাখা দরকার। নরকে গিয়ে যে কঠিন শাস্তি ভোগ করতে হবে, তার কিছুটা অনুশীলন পৃথিবীতেই হয়ে যাক!
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই চোরের দলগুলোকে 'ধরে ধরে প্রকাশ্যে গলাকাটা উচিৎ। এরা আমাদের কলঙ্ক৷'
অবশ্য যে দেশে কমরেড রা সরকারি পয়সায় হ্জ করতে যায় সেখানে আর কে বিশ্বাস করে।
ধরা পড়ার পর এদের হাত কেটে দেয় না কেন সৌদিরা ?
-সতর্ক করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ..
মন্তব্য করতে লগইন করুন