সবার জন্য শুভেচ্ছা
লিখেছেন লিখেছেন আলোর কথা ২৪ মে, ২০১৫, ০৯:০২:০৮ সকাল
আমি এই ব্লগে নতুন। আসলে ব্লগ জগতেই নতুন। ইদানীং ব্লগ ও ব্লগার এই শব্দ দুইটি বেশ শুনি। কিন্তু এই ব্যাপারে আমার তেমন কোন স্বচ্ছ ধারণা ছিল না।
তিনদিন আগে আমার খালাত বোনের বাসায় বেড়াতে এসে আপুর কাছে ব্লগ সম্পর্কে মোটামুটি একটি ধারনা পাই। তিনি আবার এখানে মাঝে মধ্যে লিখেন। তো আমার সেই আপু-ই আমাকে এখানে রেজিঃ করিয়ে দিলেন। এবং কিভাবে লিখতে হবে, মন্তব্য করতে হবে তা বুঝিয়ে দিলেন। আমার আপুর জন্য সবাই দোয়া করবেন। তিনি হলেন 'ফাতিমা মারিয়াম'।
উনি যদি আমাকে সঠিকভাবে ব্লগের বিষয় (যা আমি এখনও জানিনা বা বুঝিনা) না শিখিয়ে দেন তবে এই আমি হুমকি দিচ্ছি তার ছোটবেলার দুষ্টুমিগুলো আপনাদের সাথে শেয়ার করব! [এটা আবার উনাকে কেউ বলে দিবেন না।] তা হলে উনিও হয়ত আমারগুলো.........।
নীল অপরাজিতা আমার ভীষণ প্রিয় একটি ফুল। উজ্জ্বল বর্ণের এই ফুলটি আমাকে খুব মুগ্ধ করে। বিশেষ করে এর নামটি আমাকে ভীষণ আপ্লুত করে।
গান শুনতে আমি খুব পছন্দ করি। আমার দুই মেয়ে। বড়মেয়ে ক্লাস ফোরে পড়ে। আর ছোটজনকে ইনশাআল্লাহ আগামী বছর স্কুলে দেব। আমি এখন থেকেই ওদের আমার দেশ, সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ে সচেতন করতে চাই।
বেড়াতে আমি খুব পছন্দ করি।যদিও নানান সীমাবদ্ধতার জন্য তা হয়ে উঠেনি।এই শখটা আমি কল্পনাতেই পূরণ করি।ছোট একটা বাগান হবে আমার একদিন,সে বাগানের হাসনাহেনা মিষ্টি সৌরভ ছড়াবে এবং সবাইকে মোহিত করবে।রঙ্গিন রঙ্গিন ফুলে ভরা থকবে আমার বাগানটি।জোছনা রাতে আমি বাগানে বসে চা খাব,গান শুনব।আমার সাথে থাকবে আমার প্রিয় মানুষেরা। 'সেই দিন আমার কবে যে আসবে......?'
ছোট বেলায় আমি ভীষণ দুষ্টু ছিলাম।আমার খুব শখ ছিল আমি দাওয়াত ছাড়া একটা বিয়ে খাব।কিন্তু সেটা তো একা সম্ভব না।
বান্ধবীদের বললাম।
কেউ সাহস দিল না।কিছুদিন পর পরই আমি ওদের বলতাম। কিন্তু আমার এই শখ পূরণ করার জন্য কারো মধ্যে কোন ব্যাকুলতা দেখতে পেলাম না। আমি ধরেই নিলাম আমার এই শখ কোন দিন পূরণ হবার নয়।
অনেক বছর পর আমার এক পাড়াত বান্ধবী(আমার চেয়েও দ্বিগুণ পাগলা )ওকে আমার ইচ্ছের কথা বলতেই সে মহা উৎসাহে নাচতে লাগলো।
এবার আমার অস্থির হবার পালা ।'বল কবে যাবি? কবে যাবি?'
এখন আমার বুকের ভিতর কেমন একটা শব্দ শুনতে পাচ্ছি। সত্যিই কবে যাব? আমার এত কাঙ্ক্ষিত ইচ্ছে এবার পূরণের সময় এসেছে,আমি ভাবছি -না থাক যাব না। কিন্তু পড়েছি এবার মোগলের হাতে আমাকে এবার কে বাঁচাবে? অবশেষে এক শুক্রবারে চলে গেলাম বাসা থেকে সবচেয়ে কাছের কমিনিউটি সেন্টারে।
তারপর? নিরাপদে বাড়ি ফিরেছি।
আজ এটুকুই থাক। পরে একদিন না হয় আপনাদের কাছে আমার সেই বিনা দাওয়াতে খাওয়ার গল্পটি বলব!
বিষয়: বিবিধ
১৪১২ বার পঠিত, ৫৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি এখন ব্লগার হতে পারলাম নাহ
নিজেই বুঝে যাবেন ব্লগের মজা!!!
আপনার জন্য রহিলো আন্তরিক শুভেচ্ছা! শুভ ব্লগিং...!
দেশ,সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ে সচেতন মুলক লেখা আশা করি এবং নিজের বাস্তব শিক্ষনিয় গঠনাও লিখুন। আল্লাহ আপনার কলমের জোর বাড়িয়ে দিন,জাযাকাল্লাহ খায়ের
আন্তরিক দোয়া করি আপনার বাচ্চাদের আল্লাহ রহমত করুন।
ধন্যবাদ।
আশা আছে সব মোড়েতেই হবো সহযাত্রী,,
আন্তরিক শুভেচ্ছা ও আভনন্দন.....
এভাবেই উৎসাহ চাই।
যদি তা না পাই
দেখবেন একদিন আমি আর নাই।
অনেক অনেক ধন্যবাদ।
এততত ব্লগার হলে পড়বে কে
কমেন্টাবে কে
____> এজন্য আমি ব্লগার নাহ
ধন্যবাদ।
আমি কমেন্টাবো নাহ্
আপপপপু, আমার বাসায় দাওয়াত রইলো, ছোট ভাই একটু খাওয়ায়ে যাবেন নিজ দায়িত্বে রান্না করে খাবেন আমাকেও খাওয়াবেন
বিশেষ দ্র: খরচ পতির টাকা দুলাভাই দিবেন আমি বাজার খরচ করে দিবো
আশা করি পরবর্তিদিন গুলো ভাল যাবে।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
জন্য ধন্যবাদ।
ধন্যবাদ।
আপনাকে স্বাগতম! শুভ ব্লগিং!
ঠিক মত জবাব দেন গো মুন আফা
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন