জাগরণ
লিখেছেন লিখেছেন রাজাকারের কন্ঠস্বর ০১ আগস্ট, ২০১৬, ০৭:৩৪:১৮ সন্ধ্যা
আজ প্রতিটি জনপদ-
শোষিত আর নির্যাতিত।
আজ প্রতিটি আত্মা
নিগৃহীত আর নিস্পেষিত।
আজ নির্যাতিত প্রতিটি হৃদয়
মু্ক্তি কামনা করছে।
প্রতিটি সত্ত্বা আজ কেবল বলছে,
"মাতা নাসরুল্লাহ!!!!"
হে যুবক,
তুমি কি পারোনা তাদের আশা পূর্ণ করতে!
তুমি কি পারোনা তোমার দৃঢ় ঈমান দিয়ে-
জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে,
তাগুতের রক্তমাখা হাতে না ডরে,
আরো একটি সোনালী সকাল ফিরিয়ে আনতে!
আরো একটি বিপ্লব ঘটাতে!
তুমি কি পারো না?
আইয়ুবী হয়ে বাতিলের মসনদ কাঁপাতে!
কিংবা তারিক বিন যিয়াদ হয়ে
আবারো কোন স্পেন হয় করতে!
নির্যাতিত প্রতিটি মানুষ তোমাকে চায়।
অথবা তোমার মত অন্য কাউকে
যে স্বপ্ন দেখাবে উজ্জল আগামীর,
আনবে চির আকাংখিত সুবহে সাদিক
দিকে দিকে দাঁড়িয়ে যে ঘোষনা দিবে,
"ইন্না নাসরুল্লাহি কারিব!!!!"
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন