ব্লগার হত্যা:সরকারের ব্যর্থতা

লিখেছেন লিখেছেন রাজাকারের কন্ঠস্বর ০১ নভেম্বর, ২০১৫, ০৭:১১:১৪ সন্ধ্যা

বাংলাদেশের মত শান্তিপ্রিয় দেশে একের পর এক ব্লগার হত্যা চলছে নির্বিচারে।আর এসব ব্যপারে সরকার তোতা পাখির মত জামায়াত শিবিরকে দোষ দিয়েই তাদের দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছে।কিন্তু যে সব মেইল থেকে হত্যাকারীরা হত্যার দায় স্বীকার করছে তাদের পরিচয় বের করা কি খুব কঠিন সরকারের জন্য।আমি আইটি সম্পর্কে তেমন জানিনা।কিন্তু আমি এটি জানি যে সে সব মেইল থেকে অবশ্যই মেইলকারীদের পরিচয় বের করা সম্ভব।কিন্তু সরকার এটি করছেনা কেন?এর সহজ উত্তর হলো সরকারই পরোক্ষ ভাবে এ হত্যাকন্ডের সাথে জড়িত।কারন একটি গনতান্ত্রিক দেশের আইনমন্ত্রী কিভাবে কোন ঘটনা ঘটার দু এক ঘন্টার মধ্যেই তদন্ত ছাড়াই দোষী হিসেবে একটি দলকে ঘোষনা করেন।যদি তাই হয়ে থাকে তাহলে আসল মেইলকারীদের গ্রেফতার না করে সন্দেহ ভাজন ব্যক্তিকে কেন ধরা হচ্ছে? আসলে যদি সরকার আসল অপরাধীদের ধরে তবে তাদের লেলিয়ে দেওয়া কিছু ক্যডারই এ যাত্রায় গ্রেফতার হবে।এ কারনেই সরকার জামায়াত শিবিরের উপর দোষ চাপিয়েই খালাস।

বিষয়: বিবিধ

১২১৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348130
০১ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৪
হতভাগা লিখেছেন : সরকার না পারছে প্রকৃত খুনীদের ধরতে , না পারছে ইসলামবিদ্বেষীদের কাজ রুখতে ।

কোন ঘটনা ঘটার সাথে সাথেই বিশেষ কোন গোষ্ঠিকে দোষারোপ করলে প্রকৃত অপরাধীরা আড়ালে থাকে তাদের কাজ করেই যাবে এবং এক্ষেত্রে হচ্ছেও তাই ।
০১ নভেম্বর ২০১৫ রাত ১০:১৩
289023
রাজাকারের কন্ঠস্বর লিখেছেন : অবশ্যই
348177
০২ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ছাগলের তিননাম্বার বাচ্চারা যখন ইসলাম এলার্জি নিয়ে চুলকানি করছে ঠিক তখনই ইসলামি জঙ্গীদের নামে যাদের চোখে দেখা ফায়দা হচ্ছে তাহারাই কায়দা কইরা ঐ বাচ্চাদের লাইতাছে মাইরা...এখন ইমরানদের অবস্থা হচ্ছে মা জান বাঁচা দে ছাইরা নাইলে লাইবো মাইরা...মা মা....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File