প্রথমআলো পত্রিকা নাকি রম্যরচনা
লিখেছেন লিখেছেন রাজাকারের কন্ঠস্বর ০১ জুলাই, ২০১৫, ০৬:০০:৩১ সন্ধ্যা
প্রথমআলো বাংলাদেশের একটি প্রথমসারির দৈনিক।এর জনপ্রিয়তাও খারাপ নয়।কিন্তু একের পর এক বিতর্কিত হচ্ছে এ দৈনিকটি।পত্রিকাটির রম্য ম্যাগাজিনে ভারতীয় ৬ প্লেয়ারের ন্যাড়া মাথা মার্কা ছবি ও মুস্তাফিজ কাটারের বিজ্ঞাপন সবার জানা।কিন্তু এ বিজ্ঞাপনে কি আদৌ উপকার হয়েছে? শ্রদ্ধেয় সাংবাদিকগন জানেন.সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আর একটি জাতীয় দৈনিকের দায়িত্ববোধ এক হতে পারেনা।আমরা দেখেছি যখন ধোনি যখখন আউট হন তখন দর্শকেরা তাকে মওকা মওকা বলেছিলো কিন্তু তার করার কিছুই ছিলোনা।কারন এটা তাদের মিডিয়ার সৃষ্টি।যদি কোন দিন বাংলাদেশ হেরে যায় আর বাংলাদেশী ক্রিকেটারদের নিয়ে এধরনের বিজ্ঞাপন করা হয় তাহলে কি আমাদের দেশের মিডিয়াই দায়ী হবেনা?
সুতরাং বিরোধীদের হাতে নিজেদের মরনাস্ত্র তুলে দেওয়া আসলেই ঠিক নয়।আবেগ দ্বারা পরিচালিত হয়ে দেশর প্রধান জাতীয় দৈনিক গুলো অন্ধ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এসব খাম খেয়ালীপনা করলে দেশের উপকারের পরিবর্তে কতটুকু ক্ষতি হবে সেটাই দেখার বিষয়।
বিষয়: বিবিধ
১৩৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন