ভারত সিরিজ জয়:কিছু কথা
লিখেছেন লিখেছেন রাজাকারের কন্ঠস্বর ২৪ জুন, ২০১৫, ০৯:৪৬:০৪ সকাল
বাংলাদেশ ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছে এটা এখন পুরনো কথা।আশা করি আজও ভারতকে হারিয়ে বিশ্বর্যংঙ্কিংয়ে নিজেদের অবস্থান শক্ত করবে।
কিন্ত গত দুটি ম্যাচ জিতে আমরা যে বাধ ভাঙ্গা আনন্দ প্রকাশ করেছি তা অনেকটাই কান্ডজ্ঞানহীন।একটা দেশ অন্য দেশকে হারাতেই পারে।আমরা তো আর খারাপ দল গুলোর ভেতরে পরিনা।আমরা এখন ভালো দলগুলোর একটি।সুতরাং আমরা ভালো যে কোন দলকে হারাতেই পারি।এটা অত্যান্ত স্বাভাবিক।
কিন্তু সিরিজ জয়ের পর আমরা ফেসবুকে স্ট্যাটাসের যে ঝড় তুলেছি তা কি আমাদের আগের খারাপ অবস্থানে ফিরে যাওয়ার প্রবণতা নয়?
কোন ভালো দলকে হারাতে পারা অবশ্যই গৌরবের।বিশেষ করে ভারতেকে হারানো।
কিন্তু আমরা কি এমন আচরন করব যাতে প্রমানিত হয় আমরা অসভ্য।
আমাদের ভাবতে হবে আমরা যে কাউকে হারাতে পারি ।এটা স্বাভাবিক।এনিয়ে মাতামাতির কিছু নেই।
Go bangladesh
go tiger
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানে একজন আরেকজনকে পঁচিয়ে মজা লোটে । দেশের ব্যাপার হলে তো কথাই নেই ।
নিজের দেশকে কে না উপরে রাখতে চায় ! আরেক দেশের লোকদের সাথে কথার মারপ্যাচে পেরে উঠার জন্য যুক্তির পাশাপাশি গালি গালাজ টাইপ কথাবার্তাই বেশী চলে ।
আপনার দেশকে ক্রমাগত গালি দেবে আর সহ্য করে যাবেন - সেটা একমাত্র রাজনীতিবিদ ছাড়া অন্য কেউ মেনে নিতে পারবে না ।
আর নিজের দেশের পক্ষে নিয়ে অন্যদেশকে গালাগাল করা সাইবার জগতে খাঁটি দেশপ্রেমিকেরই পরিচয় বহন করে।
মন্তব্য করতে লগইন করুন