স্‌বপ্ন

লিখেছেন লিখেছেন রাফসন ১০ জুন, ২০১৫, ১১:৪১:৩৫ রাত

আমি যখন খুব ছোট তখন আমি বুজতাম স্‌বপ্ন হলো ঘুমের মাঝে দেখা কিছু কল্প-কাহিনী(সেগুলো ভয়ের বা মজার হতো).....

কিন্তু,

এখন স্‌বপ্ন মানে যেই আশা বা চাওয়ার কারনে আপনি ঘুমাবেন না,মানে যে আশা-চাওয়ার চিন্তায় আপনি সারা রাত জেগে থাকবেন....

এটাই স্‌বপ্ন।আপনার স্‌বপ্ন যদি গুমিয়ে দেখেন তা বাস্তবায়ন হবে না। এখন আপনি কচি বাচ্চা নেই,এখন আপনি স্‌বপ্ন দেখলে তা বাস্তবে করতে পারবেন তাহলে সপ্ন দেখুন। তা না হলে আপনি স্‌বপ্ন দেখা ভুলে যান।আপনার স্‌বপ্ন বাংলাদেশে ইসলাম প্রতিষ্‌ঠা,তাহলে পড়ে পড়ে গুমালে আপনার স্‌বপ্ন দেখা বৃথা।আপনার স্‌বপ্ন ডাক্তার হবেন,গুমালে চলবে???

এরকম স্‌বপ্ন বাস্তবে করতে পারলে স্‌বপ্ন দেখুন.....

গুমিয়ে স্‌বপ্ন দেখার দিন শেষ,এবার জাগার পালা....

-রাফাদ

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File