ইসলামিক কিছু কথা

লিখেছেন লিখেছেন রাফসন ২৭ মে, ২০১৫, ১০:০৬:৫৭ সকাল

আসসালামু আলাইকুম....

কিছু গুরুত্বপুর্ন কথা-

আমরা মুসলিম তবে,

১.যদি ১০০৳ কফি শপে খরচ করি তাহলে কোন ব্যাপার না,আর মসজিদে যদি ১০০৳ দেই বেশি দান হয়ে যায়।

২.২:৩০ মি. মুভি দেখলে কিছু হয় না,আর ১ ঘন্টা জুম্মার নামায পরতে কষ্ট হয়।

৩.রোদে বসে খেলা দেখতে কষ্ট হয় না,আর মাঠে জানাজার নামাজ পরতে কষ্ট হয়।

৪.ফুটবল খেলায় অতিরিক্ত সময় খেলা হলে সবাই আনন্দ পায়,আর খুতবা ৫ মি. বেশি হলে সবাই রেগে যায়।

৫.খেলাওয়ার,নায়েক-নায়িকা দের ছবি মিনিটে শত মানুষ শেয়ার করে,কিন্তু ইসলামিক স্টাটাস কেউ পরে না।

বিষয়: বিবিধ

২৮৬৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322820
২৭ মে ২০১৫ দুপুর ১২:১১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : চরম সত্য কথা...সত্যি আমরা বেশির ভাগ মানুষই ভালো মুসলিম হতে পারলাম না...!? জীবন একটা দুর্বল সুতার উপর দিয়ে হাটে যা যে কোন মুহ্বর্তেই ছিড়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে জীবন নামের পর্বটা তবু আমরা অদৈর্য্য ও অহংকারি হই.....অনেক ধন্যবাদ।
322822
২৭ মে ২০১৫ দুপুর ১২:৪২
হতভাগা লিখেছেন : লোক দেখানো মুসলিম, এর চেয়ে বেশী আর কিই বা পারবে !
322847
২৭ মে ২০১৫ দুপুর ০২:২৩
আফরা লিখেছেন : কথা সত্য বলেছেন ।ধন্যবাদ ভাইয়া ।
322875
২৭ মে ২০১৫ বিকাল ০৪:৩৮
ব্লগার শঙ্খচিল লিখেছেন : সত্য বলেছেন ।ধন্যবাদ
322906
২৭ মে ২০১৫ রাত ০৮:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কারন খুতবা গুলো আকর্ষনিয় নয়। জানাজার নামাজ এর থেকে বক্তৃতা বেশি হয়ে যায় ইসলামি ষ্ট্যাটাসগুলি হয় চর্বিতচর্বন নয়তো বিষম নিরামিশ।
২৮ মে ২০১৫ রাত ০৪:০১
264242
নীলাঞ্জনা লিখেছেন : আপনার আল্লা নাকি এত কিছু পারেন!! তো মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারেন্না ক্যান? হায়রে চাপাবাজ আল্লা।
322933
২৭ মে ২০১৫ রাত ১০:০৮
রাফসন লিখেছেন : Nastik
322987
২৮ মে ২০১৫ রাত ০৪:০১
নীলাঞ্জনা লিখেছেন : আপনার আল্লা নাকি এত কিছু পারেন!! তো মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারেন্না ক্যান? হায়রে চাপাবাজ আল্লা।
২৮ মে ২০১৫ সকাল ০৭:২৩
264253
ছালসাবিল লিখেছেন : ডারলিং তোমার ভিতরে যে ডিম্বাণু আছে সেটা কে বানিয়েছে Tongue
322999
২৮ মে ২০১৫ সকাল ০৭:২৪
ছালসাবিল লিখেছেন : চ র ম স ত্যি ক তা ভাইয়া Surprised
323053
২৮ মে ২০১৫ দুপুর ০৩:০০
গালিব আক্তার লিখেছেন : নীলাঞ্জনা মুসলিমদের ব্লগেই কি নির্বোধের মত কমেন্ট করে নাকি ?এত যখন কমেন্ট করার সখ তখন ফেইসবুকে আসে না কেন ? কাপুরুষ হিজড়া তো তাই পর্দা আড়ালে থেকেই গলাবাজী করছে ! সাহস থাকলে ফেইসবুকে আয় !
১০
323055
২৮ মে ২০১৫ দুপুর ০৩:০১
গালিব আক্তার লিখেছেন : নীলাঞ্জনা মুসলিমদের ব্লগেই কি নির্বোধের মত কমেন্ট করে নাকি ?এত যখন কমেন্ট করার সখ তখন ফেইসবুকে আসে না কেন ? কাপুরুষ হিজড়া তো তাই পর্দার আড়ালে থেকেই গলাবাজী করছে ! সাহস থাকলে ফেইসবুকে আয় !
১১
323254
২৯ মে ২০১৫ দুপুর ১২:১৫
রাফসন লিখেছেন : Thik...bolechen..vaia

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File