আমার ধারনা কি সঠিক
লিখেছেন লিখেছেন রাফসন ২১ মে, ২০১৫, ১১:২২:০১ রাত
আমরা আল্লাহ তা'আলার প্রেরিত রাসুলের উম্মত।মহানবি (সঃ) আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ।আমরা তাবলিগদের জিহাদ(জালিমদের বিরুদ্ধে মুমিনদের রুখে দাড়ানো শপথ) করতে বললে তারা বলে আগে নিজের সাথে জিহাদ করতে হবে। তারপর জালিমদের বিরুদ্ধে দাড়াবো।আমার মনে হয় না,এরা আর দাড়াবে!আমি চিন্তা করি,মহানবী (সঃ) কি নিজের সাথে জিহাদ করে ক্ষান্ত হয়েছিলেন??
না। তিনি অনেক বার যুদ্ধ করেছিলেন কাফির-জালিমদের বিরুদ্ধে...
এগুলো আমাদের অনুকরনীয় নাহ??
নাকি একাজে জীবন চলে যাবে তাই ফাজায়েলে আমল নতুন হাদিস বাইর করেছে!!
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন