RoseRoseRoseরক্তের রক্তিম পতাকাRoseRoseRose

লিখেছেন লিখেছেন নন্টে ফন্টের মামু ২০ মে, ২০১৫, ০৪:১০:৫৩ বিকাল

অন্যায় অবিচারে বিভোর ছিল তামাম দুনিয়া,

শ্রমিকের গর্জনে উঠল তখন শিকাগো কাঁপিয়া।


নির্বিচারে ১২ ঘণ্টা কর্মে আমার শ্রমিক ভাই,

কত না জ্বালাতন সহ্য করেছে বলতে পারে নাই।


এত অনাচার আর নয় সবে হস্তে হাতিয়ার লও,

শ্লোগান তুলো বজ্র কণ্ঠে দুনিয়ার মজদুর এক হও।


হাতে হাত রেখে সম্মুখে শ্রমিক ঘেরাও শিকাগো শহর,

৮ ঘণ্টা কর্মের দাবিতে সকলে হলো বিভোর।


পুলিশের করা গুলির তোপে আমার নিরীহ শ্রমিক,

ঢলে পড়লো কত তাজা প্রাণ শহরের চারিদিক।


ন্যায়ের দাবি রুখতে পারেনি তামাম দুনিয়া,

রক্তে ভিজে অঙ্কিত হলো রক্তিম পতাকা।


বিষয়: বিবিধ

১২২৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321278
২০ মে ২০১৫ বিকাল ০৪:৪১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সব অর্জনেই রক্ত থাকে। রক্ত ছাড়া যেন কোনো কিছু অর্জন করা যায় না।
২১ মে ২০১৫ সকাল ০৬:০৩
262576
নন্টে ফন্টের মামু লিখেছেন : ঠিকই বলেছেন।
321304
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া!
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সব অর্জনেই রক্ত থাকে। রক্ত ছাড়া যেন কোনো কিছু অর্জন করা যায় না। সঠিক কথাই বলেছেন। সহমত
২১ মে ২০১৫ সকাল ০৬:০৪
262577
নন্টে ফন্টের মামু লিখেছেন : ওয়া আলাইকুম সালাম।
ধন্যবাদ।
321320
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১০
শেখের পোলা লিখেছেন : শিকাগোর সেই ঘটনা নিয়ে আমরা দেশে তোলপাড় করি,কিন্তু খোদ শিকাগো শহরবাসী তার খোঁজ রাখেনা৷ ঐ দন তা পালনও করেনা৷ বোঝেন নি মামু? তবে কবিতা ভাল হয়েছে৷ধন্যবাদ৷
২১ মে ২০১৫ সকাল ০৬:০৬
262578
নন্টে ফন্টের মামু লিখেছেন : ওরা সাপ্লাই দিবো, আর আমরা হেইড্যা লইয়্যা খেলতে থাহুম। এ্‌ইড্যাইতো চলতাছে।
ধঈন্যেবাদ।
321328
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : রক্ত ছাড়া কোন আন্দোলন এবং বিপ্লব সফল হয়নি। ধন্যবাদ।
২১ মে ২০১৫ সকাল ০৬:০৬
262579
নন্টে ফন্টের মামু লিখেছেন : আপনাকেও ধইন্যেবাদ।
321367
২০ মে ২০১৫ রাত ০৮:১৭
অবাক মুসাফীর লিখেছেন : বি.দ্র. এই ঘটনায় কত তাজাপ্রাণ চারিদিকে ঝরে পড়ে নাই... পুলিশের গুলি খাইয়া স্পটে গত হইয়াছিলেন মোটে এক জন...
২১ মে ২০১৫ সকাল ০৬:০৮
262580
নন্টে ফন্টের মামু লিখেছেন : আপনে যে আজক্যার পোলা তা কথা হুইনাই বোঝা যায়। আগেকার দিনে কোনো আন্দোলনে একজন মইলেই হেডা অনেক বড় ঘটনা অইতো। আর অহন একরাতে কয়েক হাজার মইলেও কোনো কিছুই অয় না। কি বুঝলেন!!
321373
২০ মে ২০১৫ রাত ০৮:৩২
আবু জান্নাত লিখেছেন : মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : রক্ত ছাড়া কোন আন্দোলন এবং বিপ্লব সফল হয়নি। ধন্যবাদ।
২১ মে ২০১৫ সকাল ০৬:০৯
262581
নন্টে ফন্টের মামু লিখেছেন : ধন্যবাদ।
321380
২০ মে ২০১৫ রাত ০৮:৪০
আফরা লিখেছেন : আবু জান্নাত লিখেছেন : মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : রক্ত ছাড়া কোন আন্দোলন এবং বিপ্লব সফল হয়নি। ধন্যবাদ বন্ধু ভাইয়া ।
২১ মে ২০১৫ সকাল ০৬:০৯
262582
নন্টে ফন্টের মামু লিখেছেন : ধন্যবাদ।
321802
২২ মে ২০১৫ দুপুর ০১:২২
ফাতিমা মারিয়াম লিখেছেন : মামু আপনিতো বেশ লিখতে পারেন। ধন্যবাদ।
২৩ মে ২০১৫ সকাল ১০:২৬
263064
নন্টে ফন্টের মামু লিখেছেন : আন্নেদের মতো লিখতে পারলে না ভালা কওন যায়।
২৩ মে ২০১৫ সকাল ১০:৩৭
263067
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার লেখা আসলেই সুন্দর হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File