রক্তের রক্তিম পতাকা
লিখেছেন লিখেছেন নন্টে ফন্টের মামু ২০ মে, ২০১৫, ০৪:১০:৫৩ বিকাল
অন্যায় অবিচারে বিভোর ছিল তামাম দুনিয়া,
শ্রমিকের গর্জনে উঠল তখন শিকাগো কাঁপিয়া।
নির্বিচারে ১২ ঘণ্টা কর্মে আমার শ্রমিক ভাই,
কত না জ্বালাতন সহ্য করেছে বলতে পারে নাই।
এত অনাচার আর নয় সবে হস্তে হাতিয়ার লও,
শ্লোগান তুলো বজ্র কণ্ঠে দুনিয়ার মজদুর এক হও।
হাতে হাত রেখে সম্মুখে শ্রমিক ঘেরাও শিকাগো শহর,
৮ ঘণ্টা কর্মের দাবিতে সকলে হলো বিভোর।
পুলিশের করা গুলির তোপে আমার নিরীহ শ্রমিক,
ঢলে পড়লো কত তাজা প্রাণ শহরের চারিদিক।
ন্যায়ের দাবি রুখতে পারেনি তামাম দুনিয়া,
রক্তে ভিজে অঙ্কিত হলো রক্তিম পতাকা।
বিষয়: বিবিধ
১২৪২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সব অর্জনেই রক্ত থাকে। রক্ত ছাড়া যেন কোনো কিছু অর্জন করা যায় না। সঠিক কথাই বলেছেন। সহমত
ধন্যবাদ।
ধঈন্যেবাদ।
মন্তব্য করতে লগইন করুন