আমার দেশের মাটির মানুষ, আমার শ্রমিক ভাই

লিখেছেন লিখেছেন নন্টে ফন্টের মামু ২০ মে, ২০১৫, ১১:২৩:৪৯ সকাল

আমার দেশের মাটির মানুষ

আমার শ্রমিক ভাই।

শ্রমিক বলে তাই কি তাদের

চাওয়া পাওয়া নাই!

সারাটা দিন খেটেও তারা

ন্যায্য দাম পায় না।

শ্রমিক বলে তাই কি তাদের

মানুষ বলা যায় না!

আমার দেশের উন্নতি আজ

শুধুই তাদের জন্য

শ্রমিক হয়ে জন্মেছে সে

তার জীবনই ধন্য।

হে শ্রমিক ভায়েরা আমার

মানুষ শুধুই তুমি

শ্রমিক হয়ে জন্মেছ তাই

তোমায় আমি নমি।

বিষয়: সাহিত্য

১১৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321234
২০ মে ২০১৫ দুপুর ০১:৪৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর বলেছেন, ধন্যবাদ। শ্রমিক অবমূল্যায়ন প্রতিনিয়ত চলছেই এখনই ভাববার সময়।
২০ মে ২০১৫ দুপুর ০৩:৫৬
262343
নন্টে ফন্টের মামু লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
321242
২০ মে ২০১৫ দুপুর ০২:১২
আহসান সাদী লিখেছেন : আপনার ছড়া লেখার হাত ভালো, কোনো সন্দেহ নেই। লিখতে থাকুন। ব্লগে আপনাক স্বাগতম।
২০ মে ২০১৫ দুপুর ০৩:৫৭
262345
নন্টে ফন্টের মামু লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। তয় শুরুতেই পাম্প দিয়েন না, তাইলে কিন্তু ফুটা অয়া যাইবো গা।
২০ মে ২০১৫ বিকাল ০৫:০১
262369
আহসান সাদী লিখেছেন : মন্তব্যের খাতিরে মন্তব্য করিনি। ভালো লাগলেই ভালো বলি, পুরোটা পড়ে মন্তব্য করি। ভয় পাবেন না, পাম্প দেই নি। আপনার হাত ভালো।
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪২
262386
নন্টে ফন্টের মামু লিখেছেন : অনেক অন্নেক ধইন্যেবাদ।
321374
২০ মে ২০১৫ রাত ০৮:৩৪
আফরা লিখেছেন : ছড়া কবিতা ভাল ভাল হয়েছে ভাল লেগেছে ।ধন্যবাদ বন্ধু ভাইয়া ।
২১ মে ২০১৫ সকাল ০৬:০৩
262575
নন্টে ফন্টের মামু লিখেছেন : আপনাকেও ধইন্যেবাদ, আপামনি!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File