প্রেম প্রহসন

লিখেছেন লিখেছেন আহমেদ দীন রুমি ১৬ জুন, ২০১৫, ১১:৪৫:০৯ সকাল

আড়চোখে চুপকথা,

রাঙা ঠোটে ব্যাকুলতা,

শত খা'ব

কপোলে চপল।

উদাসিনী কেশ ভাঁজে

চিঠি কোন্ রাখা গুঁজে?

চেনা সুরে

উছাসে ফি-পল।

নানা ছল-অজুহাতে

নেমে আসা সমুখেতে,

ফের হেসে

সুদূরে বিলীন,

স্বাভাবিক কথা মাঝে

আচমকা লাল লাজে,

নত চোখ

বিরতি বিহীন।

হাসি দেখে থাকা চেয়ে

ধমকালে কাঁদা শুয়ে,

কে এ আমি?

মোরে ঘিরে ঘোর,

তাহলে আমারে সখী

ভালোবেসে ফেলেছো কি?

তবে কেনো

খোলনা অধর?

যদি দিয়ে থাকো মন

এতো কেন প্রহসন?

কেন মিছা

ছলনার জাল?

সহাসে সমুখে আসি

সোজা বলো,'ভালোবাসি',

ভাঙো সব

অযথা আড়াল।

বিষয়: সাহিত্য

৯২৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326110
১৬ জুন ২০১৫ দুপুর ১২:০০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালবাসা জিন্দাবাদ!! ভালো লাগলো। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File