সবাই কে অভিনন্দন

লিখেছেন লিখেছেন আবদুল্লা আল মামুন ০৯ মে, ২০১৬, ০১:১৮:৪৫ দুপুর

আজ টুডে ব্লগে আমার এক বছর পূর্ণ হলো। টুডে ব্লগে আমি প্রথমে "মা" দিবসের একটি লিখা দিয়ে লিখা শুরু করি। এর মধ্যে গত এক বছরে বিভিন্ন লিখা পোষ্ট করেছি। অনেক পোষ্টে মন্তব্য করেছি। পোষ্ট এবং মন্তব্য গুলো কাউকে ব্যক্তিগত আক্রমণ করে করিনি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। টুডে ব্লগের সকল পাঠকবর্গ কে আমার অভিনন্দন। আল্লাহ সবাইকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করুন।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368493
০৯ মে ২০১৬ দুপুর ০২:২৭
আফরা লিখেছেন : ১ বছরে ব্লগ পরিসংখ্যান হল : পোস্ট লিখেছেনঃ ১৯ টি মন্তব্য করেছেনঃ ১০ টিপ্রতি মন্তব্য করেছেনঃ ২৮ টি।

তাও অনেক অনেক শুভেচ্ছা ১ বছর পূর্তিতে

১০ মে ২০১৬ রাত ০৪:০১
305943
আবদুল্লা আল মামুন লিখেছেন : আমি এত ভালো লিখতে পারিনা। তাই পড়ি বেশি লিখি কম। ধন্যবাদ
368496
০৯ মে ২০১৬ দুপুর ০৩:২০
কুয়েত থেকে লিখেছেন : পুর্তি অসংখ্য মোবারবাদ পুর্তি বছরের জন্য এবং অনেক অনেক শুবেচ্ছা। ধন্যবাদ আপনাকে
১০ মে ২০১৬ রাত ০৪:০২
305944
আবদুল্লা আল মামুন লিখেছেন : আপনাকে অসখ্য ধন্যবাদ
368540
০৯ মে ২০১৬ রাত ০৮:২৬
শেখের পোলা লিখেছেন : আপনার সফলতা ও দীর্ঘায়ূ কামনা করি।
১০ মে ২০১৬ রাত ০৪:০২
305945
আবদুল্লা আল মামুন লিখেছেন : জাজাকাল্লাহ
368583
১০ মে ২০১৬ রাত ০৪:০০
আবদুল্লা আল মামুন লিখেছেন : সকল কে জানাই আন্তরিক মোবারক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File