Riyadh To Jeddah

লিখেছেন লিখেছেন আবদুল্লা আল মামুন ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৪৬:২৪ রাত

রিয়াদ থেকে জেদ্দা আসার জন্য একটা গাড়ি ভাড়া করলাম। তিনজন যাত্রী ছাড়া গাড়ি চাড়বেনা। অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন যাত্রী আসল সে ভারতীয়(মুসলিম)। এরপর এশার নামাজের আযান হলো। নামায শেষ হওয়ার বেশ কিছুকাল কেটে গেল কিন্তু শেষ যাত্রী পাওয়া যাচ্ছে না। হঠাৎ গাড়ির চালক এক পাকিস্তানি(মুসলিম) যাত্রী কে নিয়ে এলো।

আমি বাংলাদেশি। প্রথমবার সৌদি আরবে এসেছি। ট্রাভেলস এজেন্সির ভূলে আমার ফ্লাইট হয় রিয়াদে। কিন্তু আমার গন্তব্য স্থান ছিল জেদ্দা।

আমি ভাষা জানি বলতে শুধু ইংরেজি এবং হালকা পাতলা হিন্দি।

যাই হোক, গাড়িতে ছিল দু'জন চালক। রিয়াদ থেকে জেদ্দার দূরত্ব প্রায় ১০০০ কিঃমিঃ।এ জন্য দুজন চালকের প্রয়োজন হয়।

আমরা তিনজন বসেছি গাড়ির পেছনে  সিটে। ডানপাশে ভারতীয়, বামপাশে পাকিস্তানি এবং মাঝখানে আমি(বাংলাদেশি)। তাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। প্রথমবার বিদেশের মাটিতে একটা লম্বা জার্নি। তার উপর আবার দুই প্রতিবেশির সাথে। পাকিস্তানি গাড়িতে উঠার আগে পানি এবং খোরমা নিয়ে আসে। কিছুদূর যাবার পর পাকিস্তানি আমাদের খোরমা এবং পানি দিয়ে আপ্যায়ন করে। আমি নতুন মানুষ কিছু চিনি না। প্রায় ৩০০ কিঃমিঃ আসার পর আমরা খাবার জন্য একটি হোটেলে প্রবেশ করি। খাবার শেষ করার পর উসমান (পাকিস্তানি) হোটেলের বিল দেবার জন্য যায়। আমি তাকে আটকাই সে বলল আপনি আমার বন্ধু প্রথম আসছেন দেশ থেকে। আপনার আপ্যায়ন করার সুযোগ দিন। আমি আর কিছুই বললাম না। এই দীর্ঘ ভ্রমণে উসমান আমাকে অনেক সহযোগীতা করেছে। আমরা যখন মক্কা আসলাম হারাম শরীফের কাছে। তখন ওই ভারতীর নেমে গেল। ভাড়া নিয়ে অনেক দর কষাকষি করে শেষ পর্যন্ত তিন রিয়েল কম দিল। সর্বোপরি ওই ভারতীয় ছিল অন্য ধরনের আর উসমান ছিল উদার মনের। 

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359090
১০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:১১
শেখের পোলা লিখেছেন : ওরাতো শুনি আমাদের সব কিছু লুটে পুটে নিয়ে গেছে, তো ওরা এত উদার হল কি করে? আপনি ঠিক চিনেছেন, ওটা ভারতীয় বন্ধু নয়তো!ধন্যবাদ৷
১০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৪৩
297784
আবদুল্লা আল মামুন লিখেছেন : আমি ঠিকই চিনছি। ওই পাকিস্তানি বন্ধু জেদ্দায় আমার কাছাকাছি থাকে ওর সাথে আমার যোগাযোগ আছে।
359097
১০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:২০
চেতনাবিলাস লিখেছেন : হায় হায়! পাকিস্তানিরা তো রাজাকার! ! ওরা আবার এমন ভালো কাজ জানেনাকি?
১০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৪৫
297785
আবদুল্লা আল মামুন লিখেছেন : দেখেন ৭১ এ যা হয়েছে সেটা শেষ। এখন নতুন যুগ নতুন জেনারেশন। আমরা পেছনে না গিয়ে সামনে আগানোর চেষ্ঠা করি। ধন্যবাদ
359106
১০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এত উল্টা চেতনার গল্প হয়ে গেল!
১০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫০
297786
আবদুল্লা আল মামুন লিখেছেন : আমি চেতনা ব্যবসায়ী না যে হাসিনার মতো ৫০ বছর আগে ফিরে যাব। মানুষ কে মানবিক দৃষ্টিতে মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ
359111
১০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:১৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পাকিস্তানীদের মাঝে মুসলিম সংস্কৃতি এবং ভারতীয়দের মাঝে হিন্দু সংস্কৃতির প্রাধান্য থাকাই স্বাভাবিক!!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:০৬
297835
আবদুল্লা আল মামুন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File