নব্য-কসাই

লিখেছেন লিখেছেন আবদুল্লা আল মামুন ১৪ আগস্ট, ২০১৫, ০৭:১৯:২০ সন্ধ্যা

ডাক্তার আমাদের সমাজের একটা সম্মানজনক পেশা। আমাদের সমাজের মানুষেরা এ পেশাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে। ডাক্তার সে যেমনি হোক। আসুখ হলে হাসপাতালে ডাক্তারের কাছে ছুটে যায়।

ডাক্তারি পেশা একটি সেবা মূলক পেশা এবং হাসপাতাল একটি সেবা আয় মূলক প্রতিষ্ঠান। কিন্তু আজকাল দেখা যাচ্ছে ডাক্তাররা এক এক জন কসাই/দালাল। আর হাসপাতাল গুলো হচ্ছে এক একটা ভাগাড়। এখন আহরহ রোগ নির্ণায়ক প্রতিষ্ঠান বা ডায়াগনস্টিক সেন্টার ব্যাঙেরছাতার মত গড়ে উঠছে। আর ডাক্তার সাহেবরা হচ্ছেন এ সমস্ত ডায়াগনস্টিক সেন্টারের দালাল। যে প্রতিষ্ঠান যত বেশি কমিশন দিবে এরা সেখানে রোগী পাঠাবে রোগ নির্ণয় করার জন্য। সে প্রতিষ্ঠানের কেমিষ্ট কেমন, তারা কতটুকু দক্ষ সে ব্যাপারে তাদের কোন মাতাব্যাথা নাই।

তার দরকার কমিশন।

আজ দুপুরে আমি যখন এই লেখাটা লিখছিলাম মাইজদির একটি বেসরকারি হসপিটালের ওয়েটিংরুমে বসে। তখন বাহিরে তাকিয়ে খেয়াল করলাম একজন রোগীকে নিয়ে আসল অটোতে করে। তাকে দ্রুত স্ট্রেচারে শোয়ানো হলো। জরুরি বিভাগ থেকে ডাক্তার আসল। সে তার বিপি টেষ্ট করল। সিরা চ্যাক করল। কিন্তু বলছে না লোকটা কি মারা গেছে না বেঁচে আছে। এরপর আর একজন ডাক্তার আসল সে তার সিরা দেখে মাথা নেড়ে ইশারা করল সে মারা গেছে। তৎক্ষণাৎ পাশে থাকা ডাক্তার বলল না আরো টেষ্ট করতে হবে। সাথে সাথে ইসিজি, ব্লাড টেষ্ট, X-Ray ইত্যাদি টেষ্ট করার জন্য নির্দেশ করা হলো। আমি বসে বসে তামাশা দেখছি। কিছুক্ষণ পর রেজাল্ট আসল He is no more!!! লাশের মালকেরা লাশ নেয়ার জন্য বললে হাসপাতাল কতৃপক্ষ লাশ দিতে আস্বিকার করে। তাদের মতে, আগে টেষ্ট গুলোর ফি তারপর লাশ নিতে পারবেন। দেখলাম কিভাবে মৃত মানুষের উপর অত্যাচার করে তার পরিবারের কাছ থেকে টাকা নিতে হয়। দেখলাম একজন ডাক্তারের তার রোগীর প্রতি আন্তরিকতা। শেষ পর্যন্ত লাশের মালিকেরা টাকা দিয়ে লাশ নিতে হয়েছে। আসলে ডাক্তারদের কি দোষ। যত দোষ আমাদের সিস্টেমের। রাষ্ট্রীয়ভাবে যতদিন এর সমাধান না হবে ততদিন চলতেই থাকবে।

বিষয়: বিবিধ

১৫৮৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335837
১৪ আগস্ট ২০১৫ রাত ০৮:২৫
হতভাগা লিখেছেন : সাথে সাথে ইসিজি, ব্লাড টেষ্ট, X-Ray ইত্যাদি টেষ্ট করার জন্য নির্দেশ করা হলো।

০ ই.সি.জি. করাতে পারে । যদি কনফিউশন থাকে । একেবারে অচেতন রুগীকে যে এক্স-রে করাবে সে জন্য তো তাকে দাঁড়িয়ে রাখার জন্য কাউকে দিয়ে ধরিয়ে রাখতে হবে । ব্লাড টেস্ট করাতে পারে আঙ্গুল প্রিক করে , ব্লাড সুগার ফল করে গেলে এরকম অচেতন অবস্থায় চলে যেতে পারে ।

একজন রোগীকে মৃত ঘোষনা করার আগে ২-৩ বার তার ভাইটাল সাইন চেক করতে হয়।

টাকা না পে করে ডেড বডি নিয়ে যেতে দেয় না হাসপাতাল কর্তৃপক্ষ। এটা ঢাকার বড় বড় বেসরকারী হাসপাতালেও করে ।

আপনি যতই ভাল ছাত্র হোন না কেন কোন বেসরকারী ভার্সিটি আপনার কাছ থেকে কম ফিস নেবে না । তাতে সমস্যা হবে না ।

আপনি যতই বার্গেইন করেন না কেন কোন ফিক্সড প্রাইজের দোকান আপনার কাছ থেকে তার পণ্যের দাম কমাবে না । দিনের পর দিন বেড়েই যাবে । কোন সমস্যা হবে না ।

মাছ বিক্রেতা তার মাছের দাম আপনার নাগালের বেশ বাইরেই রাখবে । এই সপ্তাহে যে দাম হবে পরের সপ্তাহে তার চেয়ে বেশী হবে । কোন সমস্যা হবে না

রাজনীতিবিদেরা প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করলে কোন সমস্যা হয় না ।

সমস্যা হয় ডাক্তাররা যখন কিছু করে।
১৪ আগস্ট ২০১৫ রাত ০৯:১৭
277733
আবদুল্লা আল মামুন লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
দেখুন তারা প্রথম বার যখন দেখে বুঝল যে লোকটা মৃত। তাহলে এ তামাশা করার কি প্রয়োজন ছিল
335841
১৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৮
শেখের পোলা লিখেছেন : এরই নাম সেবা৷
১৪ আগস্ট ২০১৫ রাত ০৯:১৭
277734
আবদুল্লা আল মামুন লিখেছেন : ডিজিটাল সেবা
335856
১৪ আগস্ট ২০১৫ রাত ১০:০৪
নারী লিখেছেন : ভাই ডাক্তারিটাও বর্তমানে ব্যবসা হয়ে গেছে
১৪ আগস্ট ২০১৫ রাত ১১:৪৫
277758
আবদুল্লা আল মামুন লিখেছেন : জি ভাই অনেক ক্ষেত্রে তাই।
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:০৪
277760
নারী লিখেছেন : ভাই না।বলুন আপা।
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩২
278431
আবদুল্লা আল মামুন লিখেছেন : জি আপু
335863
১৪ আগস্ট ২০১৫ রাত ১০:৫৬
নাবিক লিখেছেন : টাকার সামনে সবই ফানা
335869
১৪ আগস্ট ২০১৫ রাত ১১:৪৫
আবদুল্লা আল মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ
335902
১৫ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪৭
হাকালুকি লিখেছেন : ঘটনার বর্ণনা থেকে অনুমান করছি, প্রথম ডাক্তার প্রাথমিক পরীক্ষার পর নিশ্চিত হতে পারেননি তাই আরেক ডাক্তার ডেকে এনেছেন। অনেক সময় ডিপ কমায় থাকা রোগী ডাক্তারকে কনফিউসড করতেই পারে- আর নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতেই পারে। এখন প্রথমেই পয়সা বাচিয়ে এই রোগীকে মৃত ঘোষনার পর যদি সে জেগে উঠতো তা হলে ঐ ডাক্তারের পরিনতি যে কি হত! আমার মনে হয় বাংলাদেশের ডাক্তাররা চিকিতসার দায়িত্ব সাংবাদিকদের হাতে ছেড়ে দিয়ে বিদেশ পাড়ি দিবে এভাবে চলতে থাকলে
১৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৫
277829
আবদুল্লা আল মামুন লিখেছেন : ধন্যবাদ। আপনি বুঝতে ভূল করেছেন। ঐ রোগী আগেই মারা গেছে এটা সে বুঝতে পেরেও চুপ করে ছিল।
335981
১৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নব্য-কসাই : সুন্দর শিরোনাম..ধন্যবাদ
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩১
278430
আবদুল্লা আল মামুন লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File