ঘুষনীতি......

লিখেছেন লিখেছেন উকিল চাচা ম্যাট্রিক পাশ ১৩ মে, ২০১৫, ১২:৫৮:২১ দুপুর

খবরের কাগজের তৃতীয় পাতার চতুর্থ কলামে

পেয়েছিলাম চাকরিটার বিজ্ঞপ্তি;

ব্যাংকের চাকরি;

একটি বেসরকারি ব্যাংকের লোভনীয় পদ।

যোগ্যতা হিসেবে তারা যা যা চাইল,সবটি-ই আমার আছে;

দেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয় হতে 'ফিন্যান্স' থেকে মাস্টার্স করা।

সকাল সকাল বায়োডাটা হাতে তৈরি হলাম ইন্টারভিয়্যু দিতে;

বৃদ্ধা মা কপালে চুমু খেয়ে দোয়া করে দিল।

আশা- 'খোকার চাকুরিটা যদি এবার হয়,তবে একটা কূল পাওয়া যাবে'।

আমার সদ্য বিবাহিত স্ত্রী,

যে তার বাবা-মা সব ছেড়ে আমার কাছে,আমার হাত ধরে চলে এসেছিল এক বুক স্বপ্ন নিয়ে;

তার চোখ ছলছল;

হাজার হোক সে আমার স্ত্রী,

আমার সহধর্মিনী,আমার অর্ধাঙ্গী;

আমি পড়তে পারি তার চোখের ভাষা;

বুঝতে পারি, নীরবে সে কি বলতে চায়;

তার অশ্রু টলমল চোখজোড়া আমাকে বলছে- 'দ্যাখো, চাকরিটা হয়ে গেলে আমাদের আর কোন কষ্ট থাকবেনা।মায়ের চোখের অপারেশনটাও করাতে পারব'।

আমাকে ডাকা হল ইন্টারভিয়্যু কক্ষে;

আমার সম্মুখে বসে আছেন কালো কোট আর পিঙ্ক কালারের টাই ঝোলানো এক ভদ্রলোক।

সামনে রাখা আমার বায়োডাটা তিনি কয়েকবার উল্টিয়ে দেখলেন;

এরপর আমার দিকে তাকালেন।

তাঁর তাকানোতে খুঁজে পেলাম এক অদ্ভুত গাম্ভীর্যতা;

তিনি প্রশ্ন করা শুরু করলেন;

নানান ধরনের; নানান বিষয়ের;

তাঁর প্রশ্নে বাদ ছিলনা কমলাপুর রেল ষ্টেশন থেকে আমেরিকার টুইন টাওয়ার পর্যন্ত;

প্রশান্ত মহাসাগরের গভীরতম সমুদ্রাঞ্চল থেকে হিমালয়ের সবচেয়ে উঁচু চূড়াটিও;

বাদ ছিলনা সবচেয়ে বড় আগ্নেয়গিরি থেকে বরফবেষ্ঠিত এন্টার্কটিকা অঞ্চল;

শরৎ বাবুর উপন্যাস,বঙ্কিমের প্রবন্ধ,রবি ঠাকুরের কাব্যরস,নজরুল-সুকান্তের বিদ্রোহ,জসীম উদদীনের প্রকৃতিপ্রেম আর মাইকেলের দেশপ্রেমটাও;

আমি সুবোধ ছেলের মত ঠিক ঠিক সব উত্তর দিয়ে গেলাম;

ভদ্রলোক আমার দিকে তাকিয়ে অল্প হাসলেন;মুচকি হাসি;

মনে হয় আমার উত্তরে উনি তুষ্ট,সন্তুষ্ট;

এরপর তিনি যেখান'টায় বসে ছিলেন,

যে চেয়ারটায়- যেটি সাধারনত গম্ভীরমুখো মানুষগুলোর জন্য তৈরি,

সেখান থেকে অল্প একটু ঝুঁকে আসলেন আমার বরাবর;

আমার নাক বরাবর তার চোখ;

ভদ্রলোক গলার স্বর নিচু করে আমার কাছে জিজ্ঞেস করললেন- 'এনেছেন?'

প্রশ্নটা আমি ঠিক বুঝলাম না।

এটি কোন ধরনের,কোন ক্যাটাগরির প্রশ্ন?

ভূগোল?সাহিত্য?ইতিহাস?রাজনীতি?অর্থনীতি?

কোথাও তো এরকম কিছু কোনদিন পড়িনি;

আমি হতাশ গলায় উত্তর দিলাম- 'দুঃখিত'।

মূহুর্তেই ভদ্রলোকের ঠোঁটের কোণার মুচকি হাসিটি মিলিয়ে গেল;

মনে হল এতক্ষন আমি যেসব প্রশ্নের উত্তর দানে সফল হয়েছি,এই একটি প্রশ্নের কাছে সেসব নস্যি,ব্যর্থ;

ভদ্রলোক তার চেয়ারে পিট হেলান দিয়ে বললেন- 'আপনি এবার আসতে পারেন'।

এরপর অনেকদিন অপেক্ষায় ছিলাম চাকুরিটার;

ভেবেছিলাম, হয়ত তারা চিঠি মারফত জানাবে যে আমার চাকুরিটা হয়েছে;

আমার পরিবার,সংসার একটা কূল পাবে;

চোখের অপারেশন হবে আমার মা'র।

না, চাকুরিটা হয়নি;

হয়নি বলাটা ঠিক হবেনা।

আসলে কপালে ছিলনা;

এরপর সেই 'এনেছেন?' প্রশ্নটার উত্তর পরে অনেক খুঁজেছি,

এবং পেয়েছিও;

এটি ভূগোল,সাহিত্য,রাজনীতি,

সমাজনীতি,অর্থনীতি বা ইতিহাস ক্যাটাগরির প্রশ্ন নয়;

পদার্থবিদ্যা,জীববিদ্যা,

রসায়নবিদ্যার কোন জটিল-কঠিন প্রশ্নও সেটি ছিলনা;

তবে আমার মত মধ্যবিত্ত ফ্যামিলীর কোন ছেলে,কোন স্বামীর কাছে এই ক্যাটাগরির প্রশ্নই হল সবচেয়ে জটিল-কঠিন প্রশ্ন;

সেটি হল 'ঘুষনীতি' ক্যাটাগরি।

এটি বাঙলা অভিধানের সবচেয়ে মোটা,গাট্টাগোট্টা আর ভারী শব্দ;

কোন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে এর পাঠদান হয়না;

তবে, সামনে হয়ত হবে;

বিষয়: সাহিত্য

১০৯১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319784
১৩ মে ২০১৫ দুপুর ০৩:০৬
আফরা লিখেছেন : উকিল চাচা ম্যাট্রিক পাশ, আপনাকে কি বলব ভাইয়া নাকি চাচা ।ব্লগে আমি অনেক ভাইয়া আমার কয়েকজনকে চাচা ডাকি । আপনাকে কি বলব কিছু বুঝতেছি না ।

তবে একটা প্রশ্ন ঘটনা কি সত্য নাকি ?
319838
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
শেখের পোলা লিখেছেন : ঠিকই খুব শিগ্রী ওই সাবজেক্ট প্রাইমারী থেকেই শুুরু করা হবে৷ তা উকিল চাচা এবার আবার প্রাইমাী থেকে শুরু করেন,অন্তঃ পেশকার হতে পারবেন৷ থ্যান্কু৷
319962
১৪ মে ২০১৫ সকাল ০৬:৪৭
উকিল চাচা ম্যাট্রিক পাশ লিখেছেন : আফরা আপুনি, আপনি আমাকে ভাইয়া বলে ডাকবেন।।
এটা একটি গদ্য ছন্দের কবিতা মাত্র......
১৪ মে ২০১৫ দুপুর ১২:৫৯
261062
আফরা লিখেছেন : ওকে ভাইয়া আপনাকে আমি ভাইয়াই ডাকব তবে একটা কথা হল ভাইয়া আপনি কমেন্টের জবাবে আরেকটা কমেন্ট করেছেন এটা কমেন্টকারীর কাছে যাবে না । প্রতেক কমেন্ট নীচে একটা ব্লু কালারের তীরচিহ্ন আচে ওখানে ক্লিক করুন এর পর জবাব দেওয়ার ঘর আসবে ওখানে জবাব দিন ।

ধন্যবাদ ভাইয়া ।
319963
১৪ মে ২০১৫ সকাল ০৬:৪৯
উকিল চাচা ম্যাট্রিক পাশ লিখেছেন : শেখের পোলা ভাই, ওইটাই বলেছি......
তবে ভাই, আমার সব পাঠের দরকার নেই....
অল্পশিক্ষিত আছি, ভাই আছি........

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File