মুসলমানদের পারস্পরিক সম্পক
লিখেছেন লিখেছেন বাহা উদ্দিন ২৮ মে, ২০১৫, ০৪:৪৪:১৮ বিকাল
রাসুল (সাঃ) বলেছেন,মুসলমান মুসলমানের জন্যে অট্টালিকা স্বরুপ ৷ যার এক অংশ অপর অংশকে শক্তি যুগিয়ে থাকে ৷ এতপর তিনি এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুল এর মধ্যে প্রবেশ করিয়ে দেখালেন ৷বুখারী,মুসলীম
এই হাদিসটির ব্যাখ্যাঃসর্বপ্রথম এ হাদিসে মুসলীম সমাজ কে অট্টালিকার সাথে তুলনা করেছেন ৷অট্টালিকার ইটগুলো যেমন পরস্পর এর সাথে ঘনিষ্ট ভাবে মিলেমিশে থাকে ৷ ঠিক তেমনি মুসলমানদেরকেও পারস্পরিক আবদ্ধ থাকা উচিত ৷দেওয়ালের প্রত্যেকটি ইট যেমন অপর ইটকে শক্তিশালী করে এবং আশ্রয় করে থাকে ৷এতপর এই ইটগুলোর মধ্যে কিছু ইটের কোরবানির কারনে বড় বড় ইমারা দাড়িয়ে আছে ৷ইটের কোরবানি না হলে বড় বড় ইমারা গুলো দাড়িয়ে থাকা সম্ভব হত না ৷ইটের কোরবানি হল ঠিক এই রকম যে একটি ইমারা বানাতে অনেক ইটের প্রয়োজন কিছু ইটকে মাটির নিচে রেখে ফাউন্ডেশন এর দরকার হয় ৷এই মাটির নিচের ইটগুলো যদি বলত আমরা মাটির নিচে থাকব না আমরা ও উপরে মাথা উঁচু করে দাড়িয়ে থাকব ৷এই যদি হয় ইটের অবস্তা তাহলে প্রাচির বানানো ও সম্ভব না ৷বিছিন্ন কতগুলো ইট যেমন একত্রিত হয়ে এক মজবুত ইমারতে পরিণত হয় ৷ তেমনি মুসলমানদের শক্তি নিহিত রয়েছে পারস্পরিক গভীর সর্ম্পক ও একাত্নবোধের মধ্যে ৷যদি মুসলমান ইটের ন্যায় বিক্ষিপ্ত থাকে তাহলে বাতাসের যে কোন ঝাপটা তাকে উড়িয়ে নিতে এবং পানির সামান্য স্রোত কচুরি পানার ন্যায় ভাসিয়ে নিতে সক্ষম হবে৷ এই জন্যে আমাদের কে মুসলীম সমাজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হলে ইটের ন্যায় মুসলমানদেরাকে ঐক্যবদ্ধ এবং কোরবানি করতে হবে ৷এই জন্যে রাসুল (সাঃ) উনার এক হাতের আঙ্গুল গুলো অন্য হাতের আঙ্গুল গুলোর মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলমানদের পারস্পরিক মিলন ও ঐক্যের এক বাস্তব চিত্র দেখিয়ে দিলেন৷
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন