মাকে নিয়ে মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারাহ সফর-(০৪) , রায়হান আজাদ
লিখেছেন লিখেছেন রায়হান আজাদ ১০ মে, ২০১৫, ১২:২৬:০৮ দুপুর
সফরের সময় স্বল্প কিন্তু পারপাস অনেক। ১৯ এপ্রিল মায়েদের থেকে ছুটি নিয়ে জেদ্দা গেলাম। কাফেলার পরিচালক মাসুম ভাইকে মায়েদের লাঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বে রাখলাম। যোহর নাগাদ আমি জেদ্দার বাম মক্কায় পৌঁছলাম। জেদ্দায় দুটি কাজ। আমার জীবিত প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর ড. আবু বকর রফীকের জ্যেষ্ঠ ছেলে এবং আমার প্রিয়মুখ তৌফিক আল মুবারকের অগ্রজ জাভিদ আহসান সম্প্রতি জেদ্দাস্থ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক- আইডিবি তে জয়েন করেছেন। এত দূরে এলাম দুই প্রিয়ের মধ্যমণিকে না দেখে ক্যামনে যাই? জেদ্দা শহরের আল হামরা জম জম সেন্টারে জাভেদ ভাইয়ের ট্রেনিং শুরু হয়েছে। তিনি সাতকানিয়ার এক ব্যবসায়ী মাঈনুদ্দীন ভাইয়ের কাছে আমার অবস্থানের ব্যবস্থা করলেন। দুপুরের লাঞ্চ মাঈনু ভাইয়ের বাসায় সারলাম। ইতিমধ্যে আমার এক ছাত্রীর ফুফাতো ভাই শাহ আলম ভাইয়ের কল আসে। ছাত্রী তানজিনার ব্যবসায়ী বাবা ৫ বছর আগে জেদ্দায় ইন্তেকাল করেন। ছাত্রীর অনুরোধ, ‘স্যার! আপনি উমরাহ গেলে আমার বাবার কবর যিয়ারত করে আসবেন’- সে কথা রক্ষার জন্যই আমি জেদ্দা সফর করি। শাহ আলম ভাইয়ের আন্তরিকতা অকৃত্রিম। তিনি আমাকে মাকবারায়ে তৌফিকী নিয়ে গেলেন তানজিনার বাবার কবর যিয়ারতের জন্য। সেখান থেকে বাওয়াদীতে অবস্থিত নিজ মালিকানাধীন বিশাল তোপের দোকানে (জুব্বা,জামা-কাপড়ের মেলা) নিয়ে আসেন তিনি। আমাকে পরিয়ে দেন একটি নতুন জুব্বা। এরপর আসর শেষে শাহ আলম ভাইয়ের বাসায় চললাম। আমি ভাতিজাদের জন্য দেশ থেকে কয়েকটি শিশুতোষিক বাংলা বই নিয়ে গিয়েছিলাম। বাবুরা বই পেয়ে তা ধিন ধিন নাচছে। তারা আমাকে ছাড়ে না। ভাবী ঝটপট নাস্তার ব্যবস্থা করেন। আমার কিন্তু তাড়া। জাভিদ ভাই ট্রেনিং শেষে অপেক্ষা করছেন। শাহ আলম ভাইসহ একটি গাড়িতে করে চললাম বলদিয়া- জেদ্দার পুরনো শহর। এখানে আছে আদিমাতা হাওয়া আ.‘র কবর। মাগরিব শেষে জাভিদ ভাইয়ের আপ্যায়ন। তেল ছাড়া অন্যরকম কাবাব। স্বাদে অপূর্ব। জাভিদ ভাই আমাকে একটি হাতঘড়ি উপহার দেন। এরপর জাভিদভাইসহ শাহ আলমভাই আমাকে বামমক্কা বাস স্ট্যান্ডে মক্কাগামী একটি মাইক্রোবাসে তুলে দেন। রাত এগারোটার আগেই ড্রাইভার আমাকে হারাম শরীফে নামিয়ে দেয়। হেঁটে হেঁটে হোটেলে গিয়ে মায়েদের নিয়ে আবার শপিং-এ যাই। কেনাকাটা সেরে রাত একটায় বাসায় ফিরি।
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনে কিন্তু বেশী ঘনঘন পোষ্টাইলে নোটিশ খাইবেন কইলাম । একটি লেখা প্রথম পাতা থেকে যাবার পর আরেকটি পোষ্টাইবেন । আমি কিন্তু এই ব্লগের মডু...
মন্তব্য করতে লগইন করুন