প্রিয় কিছু মানুষের মহাপ্রস্থানে..

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৪ অক্টোবর, ২০১৮, ০৬:৪১:২১ সন্ধ্যা



প্রিয় কিছু মানুষের মহাপ্রস্থানে

স্তম্ভিত! বেদনাহত, কম্পিত, শোকাভিভুত হৃদয়

পিতৃব্যতুল্য আবদুল হাকিম, মুহাম্মদ রফিক

পিতৃমহতুল্য প্রবাস ফেরত আবু জাফর

ভ্রাতৃপ্রতীম কলম সৈনিক নজরুল ইসলাম

তোমরা আমাদের অগ্রজ গমনকারী

নিরন্তর অসীমের দিকে ধাবিত আমরাও

মিলিত হবো যেকোন মুহুর্তে,

যেকোন সময়

যেকোন দিন।

-------

স্মৃতিগুলো দরজায় কড়া নাড়ে

হাট-বাজার, পূবদিক দিয়ে মেঠো পথ চলে গেছে

যে পথে দেখা হতো নিত্যদিন

স্কুল-মাঠ, পুকুর পাড়, যেখানে বিচরণ ছিল অবাধ

কুশল বিনিময়, কেমন আছো দাদু, চাচ্চু?

এমন মধুর সম্ভাষণ আর শুনতে পাবো না!

তোমাদের মহাপ্রস্থানে আজ সর্বত্রই হাহাকার ।

হে মুনিব-মওলা, এ ফরিয়াদ কবুল করো

পূণ্যবানদের কাতারে তাদের শামিল করো

বিদেহি আত্মার মাগফেরাত চাই তোমার কাছে

শান্তি-সুখে ভরে দাও সেই অন্ধকার চিরআবাস।


২৯/০৪/১৮

বিষয়: সাহিত্য

১০১৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386051
২৪ অক্টোবর ২০১৮ রাত ১১:৪৮
আমি আল বদর বলছি লিখেছেন : অনেক ধন্যবাদ প্রিয় ভাল লাগলো
২৫ অক্টোবর ২০১৮ দুপুর ০১:৪০
318038
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো থাকবেন।Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File