ফেলানীর ঘাতক অমিয়!!!!!!

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৭ জানুয়ারি, ২০১৮, ১১:৪১:১৩ সকাল



ফেলানীর ঘাতক অমিয়

তিনি তাদের বড়ই প্রিয়!

খুন করেও নির্দোষ

ফুরফুরে মেজাজ দিলখোশ

এই যদি হয় খুনির সাজা

খুনিরা হবে রাজ্যের রাজা!

কেন এই দুর্গতি

শুধু শুধু কেনই বা নতি?

ফেলানীর ঘাতক অমিয়,

বীর সে, সম্মান তার রাজকীয়।

খুন করে পায় না সাজা

নগ্ন তালে বাদ্য বাজা!

রক্ত নিয়ে হোলি খেলা

নরপশুদের ছেলে খেলা

সীমান্তে কাঁটা তার

বন্ধুর আচরণ কী চমৎকার!

ফেলানীর ঘাতক অমিয়

মহাঘাতক অপরাধ তার দ-নীয়।

সীমান্তে হত্যার অবাধ লাইসেন্স চাই

কাঁটাতারের বেড়ায় লটকাতে চাই।

বীরের প্রতি শ্রদ্ধা অতুলনীয়

অমিয় যে দেবতার চেয়েও প্রিয়!

এমন যদি হয়

তবে বিবেকের হোক লয়!

বিষয়: সাহিত্য

১০৩৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384658
০৭ জানুয়ারি ২০১৮ বিকাল ০৪:২৬
হতভাগা লিখেছেন : অমিয়কে যে কাজ দেওয়া হয়েছে সেটা সে পালন করেছে ভালভাবেই - ভারত এটাই দেখবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File