হ্যাপী বার্থ ডে টু ইউ........

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৮ অক্টোবর, ২০১৭, ০৬:২৪:২৬ সন্ধ্যা

১.

একেকটি জন্মদিবস মানে

মৃত্যুদিবসকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয়া।

ক'জনে নেয় প্রস্তুতি কে জানে ?

২.

সচরাচর জন্মদিবস পালন

এটা কী সভ্যতার কোন অনুশাসন?

তবে গড্ডালিকা প্রবাহে জলাঞ্জলি দেয়ার

কী হেতু ? কী ই বা কারণ?

৩.

জন্মদিবসের শুভেচ্ছা, ভাললাগা-ভালবাসায়

খুশীর ফোয়ারা বয়ে হৃদমনে।

কানায় কানায় এত ভালবাসা, শুভকামনার

সার্থকতা আসবে তখন

যখন আপনার তরে ভাববে সবাই, কাঁদবে ভুবন।

(সবাইকে ধন্যবাদ, যারা জন্মদিবসে শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া করেছেন)

বিষয়: বিবিধ

১০৯৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384334
২৯ অক্টোবর ২০১৭ সন্ধ্যা ০৬:৪৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : অনেক অনেক শুভ কামনা রইলো।
০৯ নভেম্বর ২০১৭ সকাল ১১:৩৫
317071
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
শুভেচ্ছা নিরন্তর প্রিয় প্রবাসী বন্ধু-ভাই।
কেমন আছেন জানতে চাই।
Good Luck Good Luck Good Luck
০৯ নভেম্বর ২০১৭ সন্ধ্যা ০৭:৪৭
317074
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আল হামদুলিল্লাহ ভালো।
384344
৩০ অক্টোবর ২০১৭ সন্ধ্যা ০৭:১৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমারে কেউ জন্ম দিবসের শুভেচ্ছা জানায় না!
সেলিব্রেটি হইতে পারি নাই হয়তো!
তবে ভালই হইছে, এটা আমার সাথে যায়না।
০৯ নভেম্বর ২০১৭ সকাল ১১:৩৭
317072
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এফবিতে ডেট অব বার্থটা লিখুন। দেখবেন শুভেচ্ছার ডালি নিয়ে কত্তােজনা! হাজির!!
অগ্রীম শুভেচ্ছা জন্মদিনের.......
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File