তিস্তার জল বিষয়ক অন্তমিল : দেখি কার ক্ষমতা বেশি?????

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৩ এপ্রিল, ২০১৭, ০৬:২২:০৫ সন্ধ্যা

১.

পাইনি এক ফোঁটাও তিস্তার জল

পেয়েছি আশ্বাস!

জলেতে ভাসে আঁখি ছল ছল

অ-তে অপু বিশ্বাস!!!

২.

ব্যানার্জী মমতা,

মোদির চেয়ে বেশি যার ক্ষমতা!

দেব না কো জল

আদায় করার কার সাধ্য বল?

৩.

ভাইরে! এই ঘটনা হল

আজকে প্রমাণ

ইন্ডিয়া ও বাংলাদেশ ফারাক

জমিন ও আসমান।

********

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382642
১৩ এপ্রিল ২০১৭ রাত ০৮:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চোখের জলেই এদেশ হবে জলবান!!!
০৪ মে ২০১৭ সন্ধ্যা ০৭:৩৯
316325
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হু, মমতাই বেশি বলবান!
382646
১৩ এপ্রিল ২০১৭ রাত ০৯:৫২
হতভাগা লিখেছেন : মমতার জিদের কাছে হাসুবু পরাজিত হবেন কারণ মমতাকে তো আর বালির ট্রাক থেরাপী দিতে পারবেন না।

তিস্তা যদি মমতা দেয়ও তাহলে সেটা তার জন্য ইগোহানীকর হবে এবং কলিকাতা বাসীর জন্যও। আমরা যতই দাদাবাবুদের গুনকীর্তন করি না কেন তারা সবসময়ই আমাদেরকে বন্চিত করতে আগ্রহী । ওরা আমাদেরকে ঈর্ষা করে। কারণ আমরা যা করে দেখিয়েছি সেটা তারা কখনই পারবে না ।
০৪ মে ২০১৭ সন্ধ্যা ০৭:৪০
316326
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পানির বদলে অন্যকিছু দেবেন হয়ত তারা! ধন্যবাদ প্রিয়।
382674
১৪ এপ্রিল ২০১৭ দুপুর ০৩:৩৭
চেতনাবিলাস লিখেছেন : সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
০৪ মে ২০১৭ সন্ধ্যা ০৭:৪০
316327
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ প্রিয়..
382675
১৪ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৬:৫৪
সন্ধাতারা লিখেছেন : সালাম। ছন্দে ছন্দে সত্য তুলে ধরলেন। অন্নেক ভালো লাগলো।
০৪ মে ২০১৭ সন্ধ্যা ০৭:৪১
316328
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File