ফিরে এসো সঠিক পথে..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৮ জানুয়ারি, ২০১৭, ০৬:১৮:৫৬ সন্ধ্যা
কী অবলোকন করলাম এটা আমি?
সাংঘাতিক ব্যথিত, সংক্ষুব্ধ মনটা-
যার জন্যে কখনো প্রস্তুত ছিলাম না
বেমালুম হয়ে গেছে যেন তাদের গেলাম ঈমান-আমান
মৃতকে নিয়ে এ কেমন বিয়ের বাড়ির সজ্জা?
ব্যবসায়িক দাসানুদাসবৃত্তিতা!
কেন এই বিলাস বহুল ব্যয়িত, অবক্ষয়িত মানসিকতা
অজ্ঞানতা, কুপমন্ডকতা, ভোগ-বিলাসিতা।
ঢোল, নৃত্যের তালে বাদ্য-বাজনা, পশুর প্রতি অমানবিকতা
ছি! কী জঘন্য প্রবৃত্তি?
-----
রে মানবতার দুশমন শয়তান!
তোর কাজ সম্পাদন করছি আমরা মনুষ্যপদবাচ্য
যাকে সৃষ্টি করা হয়েছে বিশ্বকে নেতৃত্ব দিতে।
এখন হানা-হানি, দলাদলি, সংকীর্ণ জাতীয়তাবাদী জিগিরে
আমরা ক্লান্ত হয়ে কবর-পূজার নিমিত্তে সাধনা করছি
প্রভুকে পাওয়ার জন্য নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি
নব্য উদ্ভাবিত পদ্ধতিতে খোদার নগণ্য এক গোলামকে
যার জন্যে সে কখনোও দায়ী হবে না
তার কী ই বা ক্ষমতা আছে, বল তুই?
আমার মনটা খেই হারিয়ে দিব্যি বসে আছি,
যদিও ভাবান্তর নেই-তবুও ভাবছি মনে মনে,
শ্রেষ্ঠ জাতির এত অধঃপতন কিভাবে হতে পারে?
ফিরে এসো সঠিক পথে, বিচরণ কর এলেমের রাজ্যে
হাতে নিয়ে চুমো চুমোয় ভরিয়ে দে
উল্টিয়ে দেখ, মহান প্রভুর দেয়া চুড়ান্ত বিধি-বিধান।
।।২৮ শে জানুয়ারী।।২০১৭।।
বিষয়: সাহিত্য
১১২৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একদম সঠিক বলেছেন আপনি।
মন্তব্য করতে লগইন করুন