শুদ্ধ সাহিত্য চর্চার আঙ্গিনা খ্যাত "ইদানীং"-এর পরবর্তী সংখ্যায় লেখা আহ্বান.... Rose Rose Rose

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৪ জানুয়ারি, ২০১৭, ০৭:৫৫:৪৪ সন্ধ্যা



বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হতে প্রকাশিত ইদানীং সাহিত্য চর্চা কেন্দ্রের মুখপত্র "ইদানীং" সাহিত্য পত্রিকার পরবর্তী সংখ্যার জন্য বাংলা সাহিত্যের সর্বস্তরের লেখকবৃন্দের কাছ থেকে নিম্নোক্ত বিষয়ে লেখা আহ্বান করা হচ্ছে। আশাকরি আমাদের আহ্বানে সাড়া দিয়ে সৃজনশীল সাহিত্য চর্চায় সহযোগিতা করবেন। সংখ্যাটি আগামী মার্চে প্রকাশিত হবে-ইনাশাআল্লাহ!

বিনীত : সম্পাদক-ইদানীং লিটল ম্যাগাজিন-চট্টগ্রাম হতে প্রকাশিত।

বিষয়সমূহ হলো :

১. প্রবন্ধ/নিবন্ধ

২. অণুকবিতা

৩. কবিতা/ছড়া (অনধিক ২০ লাইন)

৪. অণুগল্প (অনধিক ৩০০ শব্দ)

৫. গল্প (অনধিক ৭০০ শব্দ)

৬. বেড়ানো (অনধিক ৭০০ শব্দ)

৭. কৌতুক

৮. রম্য রচনা (অনধিক ৪০০ শব্দ)

৯. খোলা চিঠি/স্মৃতিচারণ (অনধিক ৪০০শব্দ)

১০. বই আলোচনা/সমালোচনা (অনধিক ৫০০ শব্দ)

১১. সায়েন্স ফিকশন (অনধিক ৭০০ শব্দ)

১২. অনুবাদ সাহিত্য

১৩. ফিচার (অনধিক ৩০০ শব্দ)

লেখা জমাদানের শেষ তারিখ- ১৫ ফেব্রুয়ারি, ২০১৭.

লেখা প্রকাশের ক্ষেত্রে ইদানীং কর্তৃপক্ষ সব ধরনের অধিকার সংরক্ষণ করে।

আপনার প্রেরিত লেখাটি কোথাও প্রকাশ করা যাবে না।

লেখা ই-মেইলে পাঠাতে হবে এবং ফন্ট সুতুনিএমজে (sutonnymj) হতে হবে।


লেখা যেখানে পাঠাবেন-





বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381451
২৪ জানুয়ারি ২০১৭ রাত ০৮:০৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ইনশাআল্লাহ, চেষ্টা করবো কিছু একটা লিখার। ধন্যবাদ আপনাকে।
আমিতো মোবাইলে লিখবো...আর আমার কম্পিউটারে বাংলা নাই। আমে পিডিএফ ফাইল দিলে হবে তো!!!
২৫ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:৪৯
315445
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পিডিএফ-থেকে নেয়া সহজ না, আমাকে ইনবক্স করবেন।ধন্যবাদ..
381453
২৪ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৪১
গাজী সালাউদ্দিন লিখেছেন : গতবার তো বলেও লেখা দিতে পারিনি। এইবার খুব চেষ্টা থাকবে এক দুইটা অনুবাদ সাহিত্য দেওয়ার।
ভালো লাগলো, ক্যাটাগরিতে অনুবাদও আছে।
২৫ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:৪৮
315444
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : স্বাগতম হে মহান অনুবাদক ভ্রাত! আপনার অনুবাদ পেলে ইদানীং পরিবার ধন্য হবে।
381458
২৪ জানুয়ারি ২০১৭ রাত ১০:৪১
২৫ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:৪৭
315443
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এটা কী ঘাড় সোজা ভুত!
Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File