Rose Roseহৃদয় গোলাপের পাপড়িগুলো..Rose Rose

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৬ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩২:২৬ রাত



( কৈফিয়ত : গত বইমেলায় প্রকাশিত আমার কাব্যগ্রন্থটির টাইটেল কবিতাটি অনেকেই পোস্ট করার কথা বলেছিলেন। দেরিতে পোস্ট করার জন্য সত্যিই দু:খিত। এটি একটি রোমান্টিক ধাঁচের কবিতা। কেউ যাতে অন্য কিছু মনে না করেন সেজন্য কৈফিয়তনামা। সত্যি বলতে কী এটি একটি অনন্য কাব্যগ্রন্থ, সংগ্রহ করতে পারেন।)

আমি যতদিন বাঁচি, তুমি তার চেয়ে বেশি বাঁচো

আমার ভালগুলো মনে করে কেবলই হাসো।

এই ভুবনের যত আছে আনন্দ, হাসি-খুশী

সুনিপুণ কাজল কালো নয়ন মনোহর উর্বশী।

পুবদিকের রাঙ্গা সুর্য উঠে জপে যেন কার নাম

তুমি আসবে বলে ব্যাকুল হয়ে পেতেছি কান!

তোমার আগমনে হয়েছি ধন্য, চির অপরূপ

তুমি এসেছো বলে জল প্রপাতে পেতেছি বুক।

-----

হৃদয় গোলাপের পাপড়িগুলো হয়েছে গো লাল,

যেন বলছে ভালবাসি বন্ধু, ভালবাসব চিরকাল।

এ ভুবনে অবিনশ্বর কেউ নহে, মায়া জড়ানো

অনেক আশা-ভালবাসা, নয় যে মন ভুলানো।

একদিন চলে যেতে হবে, এই বসুন্ধরা ছেড়ে

যেখান থেকে কেউ কোনদিন আর নাহি ফিরে

গোলাপের ফোটা অনিঃশেষ যতদিন রবে পৃথিবী

তুমি যে আমার অনন্ত প্রেরণা, ভালবাসার রবি।

-----

ভুলগুলো ভুলে যেও তোমার ক্ষমার কাঙাল আমি

ক্ষমাই মহত্ত্বের প্রকাশ, অনন্য সে কল্যাণ বাণী।

সেই গোলাপের পাপড়িগুলো নিয়ত হয় রঞ্জিত

ভালবাসা বিহীন যদি কেউ রয়, তবে চিরবঞ্চিত

তোমার জন্যে এই পৃথিবীর সকল গোলাপ ফোটে

গোলাপের রঙের রঙিন হয়, তোমার কোমল ঠোটে।

অনন্ত ভালবাসার পসরা সাজিয়ে এই ডালিখানা

তুমি যে আমার সাত রাজধন, প্রিয়তমা রাজকন্যা।

*********

বিষয়: সাহিত্য

১০৪৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380927
২৭ ডিসেম্বর ২০১৬ দুপুর ১২:৫১
কুয়েত থেকে লিখেছেন : একদিন চলে যেতে হবে এই বসুন্ধরা ছেড়ে ভালো লাগলো ধন্যবাদ অনেক অনেক
২৮ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:১৪
315200
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ । প্রীতি ও শুভেচ্ছা রইল।
380930
২৭ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:০৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভুলগুলো ভুলে যেও তোমার ক্ষমার কাঙাল আমি

ক্ষমাই মহত্ত্বের প্রকাশ, অনন্য সে কল্যাণ বাণী।

খুব সুন্দর কবিতা । দারুন সুন্দর লেখককে ধন্যবাদ
২৮ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:১৫
315201
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ভাই।
380944
২৭ ডিসেম্বর ২০১৬ রাত ১০:০০
২৮ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:১৬
315202
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
Good Luck Good Luck Good Luck Good Luck
ধন্যবাদ জানবেন প্রিয় ব্লগার।
380962
২৮ ডিসেম্বর ২০১৬ রাত ০৩:৫০
তবুওআশাবা্দী লিখেছেন : বাংলাদেশে এখনো কেউ রোমান্টিক কবিতা লেখে বা লিখতে পারে জেনে খুবই খুশি হলাম|দেশে অন্তত এই সুখটুকু যেন থাকে জনম জনম সেটা নতুন বছরের শুরুর আগে নতুন করে আবার চাইলাম|শুভেচ্ছা কবিকে কবিতার জন্য|
২৮ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:১৭
315203
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আশাবাদী ভাইয়া,আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
381404
২৩ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:৫৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াও, মাছুম ভাই দেখতেছি প্রেমের কবিও!!!
২৩ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:০৬
315414
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এরকম না লিখলে যে কবি হয় না! (ওরা বলে)যাক, যে যাই বলুক, আমরা কেউ কবি বলুক তার জন্য লিখি না। অশেষ ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File