হৃদয় গোলাপের পাপড়িগুলো..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৬ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩২:২৬ রাত
( কৈফিয়ত : গত বইমেলায় প্রকাশিত আমার কাব্যগ্রন্থটির টাইটেল কবিতাটি অনেকেই পোস্ট করার কথা বলেছিলেন। দেরিতে পোস্ট করার জন্য সত্যিই দু:খিত। এটি একটি রোমান্টিক ধাঁচের কবিতা। কেউ যাতে অন্য কিছু মনে না করেন সেজন্য কৈফিয়তনামা। সত্যি বলতে কী এটি একটি অনন্য কাব্যগ্রন্থ, সংগ্রহ করতে পারেন।)
আমি যতদিন বাঁচি, তুমি তার চেয়ে বেশি বাঁচো
আমার ভালগুলো মনে করে কেবলই হাসো।
এই ভুবনের যত আছে আনন্দ, হাসি-খুশী
সুনিপুণ কাজল কালো নয়ন মনোহর উর্বশী।
পুবদিকের রাঙ্গা সুর্য উঠে জপে যেন কার নাম
তুমি আসবে বলে ব্যাকুল হয়ে পেতেছি কান!
তোমার আগমনে হয়েছি ধন্য, চির অপরূপ
তুমি এসেছো বলে জল প্রপাতে পেতেছি বুক।
-----
হৃদয় গোলাপের পাপড়িগুলো হয়েছে গো লাল,
যেন বলছে ভালবাসি বন্ধু, ভালবাসব চিরকাল।
এ ভুবনে অবিনশ্বর কেউ নহে, মায়া জড়ানো
অনেক আশা-ভালবাসা, নয় যে মন ভুলানো।
একদিন চলে যেতে হবে, এই বসুন্ধরা ছেড়ে
যেখান থেকে কেউ কোনদিন আর নাহি ফিরে
গোলাপের ফোটা অনিঃশেষ যতদিন রবে পৃথিবী
তুমি যে আমার অনন্ত প্রেরণা, ভালবাসার রবি।
-----
ভুলগুলো ভুলে যেও তোমার ক্ষমার কাঙাল আমি
ক্ষমাই মহত্ত্বের প্রকাশ, অনন্য সে কল্যাণ বাণী।
সেই গোলাপের পাপড়িগুলো নিয়ত হয় রঞ্জিত
ভালবাসা বিহীন যদি কেউ রয়, তবে চিরবঞ্চিত
তোমার জন্যে এই পৃথিবীর সকল গোলাপ ফোটে
গোলাপের রঙের রঙিন হয়, তোমার কোমল ঠোটে।
অনন্ত ভালবাসার পসরা সাজিয়ে এই ডালিখানা
তুমি যে আমার সাত রাজধন, প্রিয়তমা রাজকন্যা।
*********
বিষয়: সাহিত্য
১০৪৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্ষমাই মহত্ত্বের প্রকাশ, অনন্য সে কল্যাণ বাণী।
খুব সুন্দর কবিতা । দারুন সুন্দর লেখককে ধন্যবাদ
ধন্যবাদ জানবেন প্রিয় ব্লগার।
মন্তব্য করতে লগইন করুন