জীবনের পাতা থেকে : মিষ্টির প্যাকেটের রহস্য!

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২১ ডিসেম্বর, ২০১৬, ০১:৩১:০৭ দুপুর



সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাসার পথে। ক্লান্তিতে মনটা ভীষণ্ণ! বাসায় গেলে ছেলেদের মোবাইল নিয়ে টানাটানি। উফ! মেজাজটা তিরিক্ষি হয়ে যায়। ছো মেরে নিয়ে যায় বড় ছেলে,পেছন পেছন ছোটটাও। মায়ের চিল্লা ফাল্লা, তুমি ছেলেদের লাই দিয়ে মাথায় তুলছ? চোখ নষ্ট হয়ে যাচ্ছে, দু’দিন পর পাওয়ারফুল চশমা কিনে দিতে হবে। তারপর চোখ নষ্ট হবে। আমাকে এর ঘানি টানতে হবে, প্রতিদিনকার ঝাঁঝালো কথামালা! চেয়ে থাকা ছাড়া আর কী করা? কয়েকদিন আগে তাদের নানু এসেছেন বাসায়। এ বছর হজ্জে যাওয়ার নিয়ত করেছে, সব দায়িত্ব আমাকে দিয়েছেন তারা। এদিকে টেবিলে নতুন মিষ্টির প্যাকেট দেখা যাচ্ছে। চিন্তার বিষয়! নিজে ছোটবেলা থেকে মিষ্টান্ন দ্রব্যের প্রতি অনীহা। গিন্নিকে জিজ্ঞেস করাতে বলল, মসজিদে ইমাম সাহেব পাঠিয়েছেন। মাওলানা কায়েস উদ্দিন। হজ্জের কাজ করেন, যাকে লোকে বলে মুয়াল্লেম। যদিও মোয়াল্লেমের সংজ্ঞা পড়ে না। কোন্ হজ্জ কাফেলার সাথে নাকি জড়িত। তার কাজ হাজী সংগ্রহ করা, মাঝখানে কমিশন বাণিজ্য। মনে খটকা লাগল, তিনি খবর পেলেন কেমনে আমার শ্বশুর-শাশুড়ী হজ্জে যাবেন? আজকাল এমন হয়েছে, “মিষ্টি যেখানে, পিঁপড়া যেখানে, এই প্রবাদের মত “হাজী যেখানে, মিষ্টি নিয়ে হুজুর বা দালাল সেখানে উপস্থিত”। হজ্জ কাফেলায় হাজী গিয়ে বুকিং দেয় না, হাজীর বাড়িতে হুজুর হাজির মিষ্টি নিয়ে!

-তুমি কাউকে বলছ নাকি শিপনের নানুরা হজ্জে যাচ্ছে, গিন্নিকে বললাম।

-সে তো আল্লাহ-বিল্লাহ করে বলে আমি কেন বলতে যাব?

-না, তাহলে আত্মীয়ের বাড়িতে এসে স্থানীয় মসজিদের হুজুর কেমনে জানবে হজ্জের ব্যাপারে?

-আব্বা সন্ধ্যায় মসজিদে গিয়েছিল, হয়ত হুজুরের সাথে আলাপ করেছে!

-তাই হয়তো হবে। উনি কই?

-বাইরে গেছে।

গত বৎসর হজ্জ নিয়ে যা কেলেংকারি হয়েছে, অনেকেই নিবন্ধন করিয়েও নাকি হজ্জে যেতে পারেন নি। আমার এক অধ্যক্ষ বন্ধু কোন এজেন্সীতে বুকিং দিয়েও দু’বছর যাবৎ হজ্জে যেতে পারেনি। পত্রিকায় দেখলাম, এক কাফেলাতো অনেকগুলো হাজি না নিয়েও পালিয়ে সৌদি আরব চলে গিয়েছিলো, অবশ্য সরকারের হস্তক্ষেপে পরে তাদের নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। সৌদিতে গিয়ে কত কাফেলা হাজীদের ঠিকমত দেখভাল করে না, অনেক অভিযোগ রয়েছে খ্যাত-অখ্যাত কাফেলাগুলোর বিরুদ্ধে। অবশ্য সকল কাফেলা এমন করে তা নয়, অনেক ভাল কাফেলাও রয়েছে দেশে। আল্লাহর মেহমানদেরকে সাধ্যমত সেবা দেওয়া, তাদের সাথে কমিটমেন্ট রক্ষা করা সবার উচিত।

আমি আগেই আলাপ করে রেখেছি শ্বশুর-শাশুড়ীর হজ্জের ব্যাপারে এক এজেন্সীর সাথে। গিন্নিকে বলেও ছিলাম, কিন্তু শ্বশুর মশায় যদি হুজুরের সাথে আলাপ করে লেনদেন করে ফেলেন, তাহলে ঝামেলার ব্যাপার। কারণ মধ্যস্থতাকারীদের সাথে লেনদেন করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য হজ্জ লাইসেন্স আছে কিনা, সেবার মান কেমন এবং খোঁজ-খবর নিয়ে সরাসরি অফিসে গিয়ে বুকিং দিলে মোটামুটিভাবে হজ্জে যাওয়া নিশ্চিত হওয়া যায়। মধ্যসত্ত্বভোগী, দালাল, ফড়িয়া এবং কমিশন এজেন্টদের দৌরাত্ম্যের কারণে হজ্জ ব্যবস্থাপনায় মারাত্মক সমস্যা তৈরি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা, লাই দেয়া, লালন-পালন করা, অনৈতিক সুবিধা দেয়া ইত্যাদি কারণে তাদের পোয়াবারো। গিন্নির সাথে আমার কথাগুলো শ্বাশুড়ী দরজার ওপাশ থেকে শুনে বলল, তুমি চিন্তা করো না বাবা। শিপনের নানু আসলেই আমি তাকে বলব। তোমার কথা ছাড়া অন্যথা হবে না। আমি গিন্নিকে বললাম, টেবিলে সবার জন্য খাবার দেয়ার জন্য।

আর ক’দিন পর এবছরের হজ্জের জন্য ঘোষণা আসতে পারে। শীঘ্রই হজ্জের প্রাক নিবন্ধন শুরু হবে। হুজুর, মোয়াল্লেম, কাফেলা এরা ছুটছে বাড়ি বাড়ি মিষ্টি, ফ্রুৃটস এবং অন্যান্য উপহার সামগ্রী নিয়ে। সম্ভাব্য হাজিদের নানা প্রলোভন, আশ্বাস দিচ্ছেন। কেউ সাড়া দেয়, কেউ দেয় না। হাজিরা দিন গুণছে কবে সেই কাঙ্খিত সময় আসবে, নিবন্ধন হবে। আমিও অপেক্ষায় থাকি শ্বশুড় মশায়ের বাইরে আসার জন্য। বাসায় ডুকার পর টেবিলে রাখা মিষ্টির প্যাকেটের রহস্য আমার কাছে এখন পরিষ্কার হল!

*************

বিষয়: সাহিত্য

১০৮৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380807
২১ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:১৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।


আপনার মিষ্টির রহস্য আসলেই অনেক চিন্তার বিষয়!

পবিত্র হজ্জ্বকে নিয়ে এসব ব্যবসাবাজি বন্ধ হোক এটাই কাম্য।
২১ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৪
315090
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আসলে এটাই চলছে হাজীদের নিয়ে। সুন্দর সুন্দর কথা বলে সরল প্রাণ মুসলমানদের ধোঁকা দিচ্ছে এক শ্রেণীর লোক। সকলেরই সচেতন হওয়ার প্রয়োজন আছে বলে মনেকরি। আর আপনার হজ্জ সফরের অভিজ্ঞতা নিয়ে রচিত প্রতিটি পর্বই অনেক শিক্ষণীয় এবং রোমাঞ্চকর!
ধন্যবাদ...
380810
২১ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:০৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু! শ্রদ্ধেয় ভাইয়া এবার স্ব-চোক্ষে অবলোকন করলাম হাজীগণের কষ্ট। বিশেষ করে বাঙালি হাজীদের কষ্টে যেন গাছের পাতা ঝরেছে। মহান আল্লাহ এই মোয়াল্লিম নামের দুষ্টোদের হাত থেকে পবিত্র হজ্জ ও ওমরাহ পালনকারিদের হেফাজত করুন। সচেতন মূলক পোষ্ট দেয়ার জন্য জাযাকুমুল্লাহ্
২১ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪১
315089
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আপনার মূল্যবান উপস্থিতি, পরামর্শ ও দোয়া আল্লাহর আছে গৃহীত হোক। আপনার প্রবাস জীবন সুখ, শান্তি ও আনন্দময় হোক এই মুনাজাত করছি। অনেক ধন্যবাদ।
380811
২১ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:১৪
আবু নাইম লিখেছেন : আপনি ওয়ামী বাংলাদেশ এর সাথে যোগাযোগ করতে পারেন। ওয়ামী হ্জ্জ কাফেলা ভাল সেবা দেয়। আমার পরিচিত একজন গত বছর স্বপরিবারে হজ্জ করেছেন। তিনি আগেও একবার করেছিলেন। তবে এবার খুবই ভাল বলেছেন।
০১৭৪২২৫৫৮৯৯, ০১৬৭১৯৭১৪৫৪
২১ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৩৮
315088
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, সুন্দর পরামর্শের জন্য।
380819
২১ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিও কি তবে এমন এক প্যাকেট মিস্টি আশা করতে পারি!! ইচ্ছা তো আছেই যাওয়ার।
২১ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
315091
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : যে কোন দিন টক টক করে হাজির হতে পারেন হুজুর! খালি একটু এনাউন্স করেন আপনি আগামী বছর...দেখবেন কয়জন লাইন ধরেন!
380821
২১ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:৩১
তবুওআশাবা্দী লিখেছেন : ভবিষ্যতে আমিও এক প্যাকেট মিষ্টি পেতে পারি সেজন্য প্রিয় ব্লগার রিদওয়ান কবির সবুজের মতো খুশি হবো, না হজ্বটাও আমাদের কিছু মানুষ ব্যবসা বানিয়ে ফেললো তার জন্য তার জন্য মন খারাপ করবো বুঝতে পারছিনা |
২২ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৫:৪৪
315101
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য..।আশাবাদী মানুষ আশায় থাকুন....
380822
২১ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:৩৪
হতভাগা লিখেছেন : আমাদের চেয়ে কম খরচে ভারত পাকিস্তান তাদের মানুষদের ভাল ভাল হোটেলে এবং কাছের দূরত্বে রাখে ।

ভারত নাকি হাজিদের জন্য ভর্তুকিও দেয় !

মুসলমান সংখ্যাগরিষ্ট হয়েও আমরা সেরকভাবে সহযোগিতা পাই না ।

আরেক সমস্যা হজে যে সব হুজুর কাফেলাকে লিড করে তারা মিলাদ চালু করে হজের দিন গুলোতে । একেক জন একেক কথা বলে , ফলে সাধারণ হাজিরা কনফিউজড হয় এবং মূল ইবাদত থেকে বিচ্যুত হয়।
২২ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৫:৫২
315102
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি ঠিকই বলেছেন, অনেক কাফেলা শিরক-বিদআতে লিপ্ত থাকেন! আসলে সৌদি কর্তৃপক্ষ হাজীদের তাঁবুতে কী হচ্ছে তা নজরে রাখলে ভাল হবে।
ধন্যবাদ...
380826
২১ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:৪১
আবু জান্নাত লিখেছেন : কিছু দিন আগে ফেবুতে দেখলাম বাহার ভাই ও আপনি সহ হজ্জ মেলাতে স্টল বসিয়েছেন, হজ্জ মেলা মূলত কি, এর উদ্দেশ্য কি ছিল, কেমন সফলতা ফেলেন? জানাবেন। ধন্যবাদ
২২ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৫:৫৪
315103
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মেলার উদ্দেশ্য হজ্জ সম্পর্কে সচেতন করা এবং দালাল, মধ্যসত্ত্বভোগীমুক্ত হজ্জ ব্যবস্থাপনা।
অংশগ্রহণ আসলে নামে মাত্র-সফলতা নেই বললেই চলে।
ধন্যবাদ।
380851
২২ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৩০
মনসুর আহামেদ লিখেছেন :
ভালো লাগলো
২২ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৩১
315104
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : 3:-O 3:-O 3:-O

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File