আল্লাহর কসম!

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৮ ডিসেম্বর, ২০১৬, ০৮:৫৮:৫৪ রাত



আল্লাহর কসম! আল্লাহর কসম!

মানি না কোন জাহিলি রেওয়াজ-রসম।

করব না কোন জুলুম-নিপীড়ন বরদাশত

মানব না কোন ঈমান ধ্বংসী শিরক-বিদআত।

সহ্য করব না কোন স্বৈরাচারীর কালো থাবা

নিজের বাপকে ছাড়া কাউকে ডাকবো না বাবা!

লুটিয়ে দেব না কারো চরণে এই শির

বজ্রনির্ঘোষ উচ্চস্বরে দাও নারায়ে তাকবীর।

বিষয়: বিবিধ

৮১৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380778
১৯ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:৫৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।


আপনার লিখাটি গভীর চিন্তাশীল ভাবনার নিগুঢ় নির্যাস মাশাআল্লাহ্‌।


খুব ভালো লাগলো।
১৯ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:১২
315068
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ বোন।
ব্যস্ততার জন্য সময় দিতে পারছি না, কিছু লিখতে পারছি না। আপনাদের মূল্যবান পোস্টও সময় নিয়ে পড়তে পারি না। কী যে করি?দোয়া করবেন।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File