যাদের লেখায় সমৃদ্ধ "ইদানীং" বিজয় দিবস-১৬ সংখ্যাটি.....
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৬:৫২:৩৬ সন্ধ্যা
১.
সমস্ত প্রশংসা বিশ্বজগতের মালিক পরম করুণাময়ের জন্য। যার একান্ত দয়ায় ইদানীং এর ৪র্থ সংখ্যাটি প্রকাশ করতে সক্ষম হয়েছি। মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি দেশ-মাতৃকা স্বাধীন করার জন্য যারা আপন প্রাণ বিলিয়ে দিয়েছেন। বিজয়ের মাসে বিশ্বের সমস্ত নির্যাতিত ও স্বাধীনতাকামীদের প্রতি সহমর্মিতা রইল। বিশেষ করে রোহিঙ্গা খ্যাত আরাকানী মুসলিমদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র নিন্দা জানাচ্ছি।
২.
আমরা সম্পাদনা পরিষদ চেষ্টা চালিয়ে যাচ্ছি বিষয় বৈচিত্র্য আনয়নের জন্য। আগামী প্রজন্মকে শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতিমুখী করার এই প্রয়াস হিসেবে এবার আয়োজন করেছি বিজয় দিবস ছড়া ও কবিতা প্রতিযোগিতা। এতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতেও এ ধরনের সুন্দর আয়োজন অব্যাহত থাকবে।
৩.
বরাবরের মত প্রকাশনার সাথে জড়িত সম্মানিত লেখক, কবি, ছড়াকার, গল্পকার, শুভানুধ্যায়ী এবং বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লেখনি বোদ্ধা মহলের কাছে সাদরে গৃহীত হবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। পরামর্শ এবং সমালোচনার দ্বার সর্বদা উন্মুক্ত। মহান বিজয় দিবসে দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটুক এবং সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি আল্লাহতায়ালার কাছে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
-সম্পাদক
যাদের লেখায় সমৃদ্ধ বিজয় দিবস-১৬ সংখ্যাটি :
প্রবন্ধ : কমরুদ্দীন আহমদ
স্মরণীয় ব্যক্তিত্ব : সেলিম উদ্দিন
আলাপচারিতা : কবি নাজমুন নাহার
কবিতা : সৈয়দ রনো/ মশিউর রহমান সেন্টু/ আবদুস সালাম/রোকেয়া ইসলাম/ বোহেমিয়ান নীল/ ইলিয়াস হোসেন/ মেহেদী হাসান/ফাতেমা তুজ জোহরা/ খোরশেদ মুকুল/ বাদশা আতাউর রহমান/অভিলাষ মাহমুদ/ হাসান বিন নজরুল/ উম্মে হাবিবা
মনীষা : মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম
ছড়া : শামীম খান যুবরাজ/ আরকানুল ইসলাম/ মোঃ সবুজ ভুঁইয়া/সৈয়দ আহমেদ হাবিব/ নাছির বিন ইব্রাহীম
রম্য রচনা : রিদওয়ান কবির সবুজ
নিবন্ধ : মির্জা মুহাম্মদ নূর”ন্নবী নূর
ধারাবাহিক গল্প : সুজন কুতুবী
গদ্য কার্টুন : আলমগীর ইমন
গল্প : জামশেদ উদ্দীন/ ফারজানা মাহবুব/ হামিদ হোছাইন মাহাদী
ফিচার : মাহিমা চৌধুরী
নতুনদের আঙ্গিনা : ইসতিকার ফারুকী তোহা/ ওমর ফারুক/এসএম মিজানুর রহমান
নির্বাচিত কবিগণ :
দীদার মাহদী/ আ.ম.ও তানভীর সিকদার/ সৈয়দা তাসমিয়া তাহসিনা/ শিশির মোরশেদ/: তারিক আল যিয়াদ
---
ইদানীং-এ লিখুন,
সাথে থাকুন।
সবাইকে অনেক ধন্যবাদ...
=======
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখকদের লিখনী সমাজ পরিবর্তনের হাতিয়ার হোক এটাই প্রত্যাশা।
জাজাকাল্লাহু খাইর।
আপনার প্রত্যাশা মোতাবেক ইদানীং তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে অবিরাম চেষ্টা চালিয়ে যাবে।
সুন্দর মতামতের জন্য শ্রদ্ধাসহ অভিবাদন রইল!
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন