জ্ঞান আর প্রযুক্তির উৎকর্ষে..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৭ অক্টোবর, ২০১৬, ০৬:৪৩:০২ সন্ধ্যা
যখন যা পাই হাতের কাছে, পড়ে ফেলি নিমেষে
হয়তো পড়ার সময় আর নাও পেতে পারি।
আমার কেবলই মনে হয়, এ পর্যন্ত যা কিছু পড়েছি
জানা হল না কিছু, না স্রষ্টাকে, না সৃষ্টিকে!
আমার প্রভু, নবী মোহাম্মদ (দ)এর প্রতি নাযিল করেছেন প্রথম ওহী
“পড়ুন, তোমার প্রভুর নামে,
যিনি সৃজন করেছেন মানুষকে জমাটবদ্ধ রক্তপিণ্ড থেকে।”
তাই সৃষ্টির সেরা এই মানবকুল।
এই মানুষগুলোকে আঘাতে আঘাতে রক্তাক্ত করেছিল
যারা বুড়িগঙ্গার পাড়কে করেছিল নরকতুল্য
আমি ভুলতে পারি না-ওই নির্মমতাকে।
প্রভু তুমি তো দেখেছ, তোমার বান্দা মুজাহিদ, শিপন, হাবিব, সাইফুলকে
কিভাবে মানব নামের দানবেরা ক্ষত-বিক্ষত করেছিল?
কালের সাক্ষী মুজাহিদদের অতুলনীয় ত্যাগের ইতিহাস
বালাকোট, কারবালা আর ফোরাত তীরের কথা স্মরণ করিয়ে দেয়।
প্রভু হে! তোমার কলেমার বিরুদ্ধে অন্তহীন ষড়যন্ত্র চলছেই,
ষড়যন্ত্রের শতরূপ, শয়তানের নানা বেশ!
ওরা সামনে থাকে না, লেলিয়ে দেয় পিছন দিক থেকে
নতুন নতুন এসাইনমেন্ট নিয়ে বিভ্রান্ত করতে চায়।
ওরা কেউ আমাদের মহান প্রভুর কলেমার দাওয়াত দেয় না
হঠাৎ গজিয়ে উঠা নামধারী সর্বস্ব-কালিমা লেপন করতে উদ্যত
সুমহান কালজয়ী আদর্শকে, বোমাতঙ্ক, কুট চক্রান্ত করে
মানুষের হৃদয় জয় করা যায় না, আদর্শ তো অনেক দূর!
সংকটের মোকাবেলা করতে হবে-জ্ঞান আর প্রযুক্তির উৎকর্ষে
জ্ঞানের তরবারি শাণিত করে আস্থাকে করো মজবুত
বিভেদ নয়, চিহ্নিত শত্রুকে মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে
সংকটকে প্রতিকুল নয়, অনুকুলে আনতে হবে
তবেই পাড়ি দেয়া সম্ভব-আটলান্টিকের এপার-ওপার,
জয়ী হওয়া যাবে সমগ্র ভুবনব্যাপী।
======
বিষয়: সাহিত্য
৮৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী,
সত্যের সাথে থাকাই মুমিনের কর্তব্য
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন