মানুষ......
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২০ অক্টোবর, ২০১৬, ০৩:১০:৩১ দুপুর
এক একজন মানুষ আল্লাহর বান্দা সৃষ্ট প্রতিনিধি
মানুষের উচিত মান্য করা তাঁর প্রদত্ত বিধান বিধি।
প্রতিটি মানুষ নারীদের ফল, অসংখ্য প্রসববেদনা
হে মানুষেরা! কন্যা শিশু হলে মন খারাপ করো না।
মানুষের মর্যাদা, মানুষ হলো আশরাফুল মাখলুকাত
প্রবৃত্তির দাসেরা হয় তাগুতের কাছে কুপোকাত।
হে মানুষ! কেন তোমরা এত জালেম, অতাচারী,
তোমাদের কারণে জলে-স্থলে, অক্ষি কান্না ভারী।
-----------
এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলেন নবী-রাসূলগণ
তাদের দেখানো পথ হেদায়েতের, শোন দিয়ে মন।
পৃথিবীর তাবৎ মানুষ স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী নয়
অবিশ্বাসীর একদিন ভুল ভাঙবে, জেনো নিশ্চয়।
পৃথিবীর মানুষেরা বিশ্বাসগতভাবে দু’ভাগে বিভক্ত
বিশ্বাসী-অবিশ্বাসী, অসংখ্য মানুষ পাপাসক্ত।
মু’মিনই সফল, চলো নবীদের দেখানো পথে
কেবল ইসলামই সেই পথ, মুক্তি আছে যাতে।
------------
দুনিয়ার মাঝে নারী-পুরুষ আল্লাহপাকের নিদর্শন
সবার তরে, তাঁর রহমত ঝরে, দিন-রাত অগণন।
মানবতার মুক্তির জন্য ইসলামেরই হোক বিজয়
যেমন আদমের কাছে হয়েছিল শয়তানের পরাজয়!
মানুষ যেন না হয় পথভ্রষ্ট, কুলাঙ্গার-বেঈমান
দিয়েছেন প্রিয় রাসূলের মাধ্যমে মহাগ্রন্থ কুরআন।
রোজ হাশরে হবে বিচার আল্লাহপাকের আদালত
কেউ যাবে জাহান্নামে, কেউ পাবে শান্তির জান্নাত।
-------------
হিসাব করবেন মহাহাকিম সব কাজের পাপ-পূণ্য
পূণ্যবানরাই জান্নাত লাভে হবেন ধন্য, ধন্য।
আফসোসের সেদিন থাকবে নাকো সীমা পাপীদের
শুরু হবে চির দুঃখ-কষ্টের, প্রজ্বলিত আগুনের!
=====
বিষয়: সাহিত্য
৮৬৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাব্যিক ছন্দে অতি মূল্যবান কথাগুলো চমৎকারভাবে উপস্থাপনের জন্য জাজাকাল্লাহু খাইর।
মহামহিম প্রভু আমাদের সবার হিসাব সহজতর করে দিন। আমীন।
পড়লাম, দোয়া করি, জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন