দীর্ঘ তিন মাস পর আবারও প্রিয় বিডি টুডে ব্লগে :
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৭ অক্টোবর, ২০১৬, ০৬:৪২:১১ সন্ধ্যা
বন্ধুরা,
আস্ সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
দীর্ঘ তিনমাস পর আবার আপনাদের সামনে হাজির হলাম। আমি দীর্ঘ তিন মাস দেশের বাইরে ছিলাম। (কারো হয়ত জানা থাকতে পারে কিংবা অনেকে জানেন না!) আমার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে অনেকের হয়ত নানা ভাবনা মনে আসতে পারে। ব্লগ এড়িয়ে চলছি কিনা, নাকি অন্যকোন সমস্যা? আসলে এতই ব্যস্ত ছিলাম যে বলার মত না। লেখা সাজিয়ে লিখব এমন সুযোগ ছিল না। তবে ফেসবুকে সময় দিয়েছি মোটামুটি। এখন থেকে নিয়মিত আপনাদের ব্লগসহযোগী হবো। আশাকরি আগের মতই সকলের সহযোগিতা পাবো।
আল্লাহতায়ালা আমাদের সকল মহৎ ও সুন্দর প্রচেষ্টা কবুল করুন। আমিন।
সবাইকে অনেক ধন্যবাদ।
=====
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জী ভাইয়া আমি ২/৩ দিন আগেই আপনার কথা মনে করেছিলাম । যাক ভাল আপনি ফিরে এসেছেন ।
ধন্যবাদ ভাইয়া ।
ধন্যবাদ আপনাকেও।
ফিরে আসার জন্য ধন্যবাদ
সালাম বস্ ।গুস্তাখি মাফ করবেন!
অনেক ধন্যবাদ। আপনার মন্তব্যখানির জন্য প্রীত হইলাম জনাব।
KSA...thanks..
আপনি না থাকলেও সবোচ্চ মন্তব্যকারিতে আপপনার নাম রয়ে গেছে!!!
মন্তব্য করতে লগইন করুন