স্মৃতির নিবাসে বর্ষা..Star Star Star

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৬ জুন, ২০১৬, ০১:৫৬:৫৪ দুপুর



বর্ষাকালে, আষাঢ়ে-শ্রাবণে

রিমঝিম সুরেলা বৃষ্টির দিনে

চারিদিকে পানিতে টলমল

যখন তখন আকাশ ফেটে পড়ে পানিতে, আঁখি ছলছল।

মা বলত কত কিছু

মুড়ি-কড়ই, শীমের বীচি ভাজা হত উনুনে, পানিতে ডুবে যেত উঁচু-নীচু।

ভাই-বোন সকলে মিলে খেতাম মজা করে

চলে যেতাম উত্তর বিল, দক্ষিণ বিল, নৌকা-ভেলায় চড়ে।

দীঘির পাড়ে বড় আমগাছটায় চটুল ভঙ্গিতে উঠে, কেউ বা দিত লাফ

সবাই উৎসাহ, অবাক বিস্ময়, ওরে বাপ রে বাপ!

পিতাকে দেখেছি প্রত্যহ সকাল বেলা রোজগারের জন্য চলে যেতে

আগ্রহ ভরে থাকতাম, চায়ের কাপে চুমুক দিতে দিতে।

এ বাড়ি, ও বাড়ির কেউ কেউ থাকত তখন পাশে

কথাচ্ছলে কখনো বা জোরে উঠত হেসে।

দাদার বাড়ীর উঠানের পেয়ারা গাছে উঠতে বড়ই সাধ

গাছে উঠে পেয়ারা খেতাম নেইকো সকাল-সাঁঝ।

এ গাছ থেকে ও গাছে যেতাম কাঠবিড়ালীর মতো

রাতে বানরের পাখা ঝাপটানি বুক দুরু দুরু করতো।

মায়ের চিৎকার, খোকা আর বেশি উঠিস না উপরে

ভয়ে কাঁপে মন তাই দিত সাবধান করে।


কিশোর চঞ্চল ছিল মন

মানত না মায়ের কোন বারণ,

বৃষ্টি হলে গাছের ডাল পিচ্ছিল হয়ে যেত

নিচে যারা থাকে, কেউ না কেউ মায়ের বকুনি খেত।

তাই তো এমন বর্ষার দিনে

আজও সে-ই অম্লান স্মৃতি হৃদয়ের গহীনে।

=====

বিষয়: সাহিত্য

১২০৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373170
২৬ জুন ২০১৬ দুপুর ০২:০১
নাবিক লিখেছেন :
তাই তো এমন বর্ষার দিনে
আজও সে-ই অম্লান স্মৃতি হৃদয়ের গহীনে।
ওহহহ, সেসব স্মৃতি কী ভুলা যায়?

ভালো লাগলো খুব, ধন্যবাদ। Rose
২৬ জুন ২০১৬ দুপুর ০২:৪২
309787
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সেই সে মজার স্মৃতির দিনগুলি!!Good Luck Good Luck
আপনাকেও ধন্যবাদ..
373175
২৬ জুন ২০১৬ দুপুর ০২:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখন বর্ষা মানে কাদা আর আছাড় খাওয়া!!!!
২৬ জুন ২০১৬ দুপুর ০২:৫০
309788
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সেই সে মজার স্মৃতির দিনগুলি..!!
আছাড় খাওয়া ছিলো আরো মজার..
373179
২৬ জুন ২০১৬ দুপুর ০৩:০৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

স্মৃতিচারণ মন ছুঁয়ে গেলো Thumbs Up
২৬ জুন ২০১৬ দুপুর ০৩:২৫
309790
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ।
আপনার মূল্যবান মন্তব্য ও উপস্থিতি অনেক অনুপ্রেরণার।ধন্যবাদ..
373194
২৬ জুন ২০১৬ বিকাল ০৪:৪৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ! ভালো লাগলো খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে।
২৬ জুন ২০১৬ বিকাল ০৪:৫৭
309796
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ।..আপনাকেও ধন্যবাদ।
373203
২৬ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩২
শেখের পোলা লিখেছেন : আপনার স্মৃতিবিজড়িত বর্ষার অনুভূতি পড়লাম। ভাল লাগল। ধন্যবাদ।
২৭ জুন ২০১৬ রাত ০২:৫৫
309837
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : শৈশবের স্মৃতি যায় না ভুলা, ধন্যবাদ আপনাকেও
377838
২৩ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:০৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ অক্টোবর ২০১৬ দুপুর ০২:২৬
313787
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও প্রিয় মুন্সী ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File